পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

スbr মুর্শিদাবাদের ইতিহাস । হার্ডিঞ্জের সময়ে প্রথম শিখযুদ্ধে মুদকী, ফেরোজসাহা, আলিওয়াল ও সেব্ৰাওনপ্রভৃতি স্থানের যুদ্ধে অত্যন্থত শৌর্য্য প্রদর্শন, ও লর্ড ডালহৌসীর শাসনকালে দ্বিতীয় শিখযুদ্ধে চিলিয়ানওয়ালায় ইংরাজ-দৰ্প চূর্ণ করিয়া, অবশেষে গুজরাটের শেষ যুদ্ধে শিখগণ ইংরাজদিগের নিকট পরাজিত হইলে, ইংরাজের রণজিতের নাবালক পুত্র দলীপ সিংহের নিকট হইতে স্বহস্তে পঞ্জাবের শাসনভার গ্রহণ করেন। সম্রাট আরঙ্গজেবের মৃত্যুসময়ে মোগলের প্রতিদ্বন্দ্বী রাণ রাজসিংহের পৌত্র ও জগতসিংহের পুত্র দ্বিতীয় অমর সিংহ সিংহাসনে উপবিষ্ট ছিলেন। আরঙ্গজেবের মৃত্যুর পূৰ্ব্বে বাহাদুর সাহের সহিত রাণ অমর সিংহের এক সন্ধি স্থাপিত হয়, এই সন্ধিতে চিতোরের পুনর্গঠন, গোবধনিবারণ ও হিন্দুদের ধৰ্ম্মানুষ্ঠান অক্ষুণ্ণ থাকার ব্যবস্থা স্থিরীকৃত হয় । কিন্তু সম্রাট আরঙ্গজেব রাজপুতগণের উপর জিজিয়াকর স্থাপন ও রাণার প্রতি অত্যাচার করায়, রাণা মোগলদিগের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিতে বাধ্য হন। বৃদ্ধ সম্রাটের মৃত্যুর পর বাহাদুর সাহ রাজপুতদিগের সহিত মিত্রতা স্থাপনের চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কৃতকাৰ্য্য হইতে পারেন নাই। তিনি নিজে রাজপুতকস্তাসম্ভূত হইয়াও রাজপুতদিগের মন হইতে মোগল বিদ্বেষ দূর করিতে সমর্থ হন নাই। ১৭৫৯ খৃষ্টান্ধে রাখা অমর সিংহ, মাড়বারের অধিপতি অজিত সিংহ ও অম্বরের জ্যোতিৰ্ব্বিত শোবে জয় সিংহ এই তিন জনে বিদ্বেষ ভাব পরিত্যাগ করিয়া স্বদেশ ও স্বধৰ্ম্মরক্ষার জন্ত মোগলদিগের বিরুদ্ধে এক পবিত্র সন্ধিস্থত্রে আবদ্ধ হন। এই শক্তিত্ৰয়ের সম্মিলনে মোগলদিগকে যারপরনাই শঙ্কিত হইতে রাজপুতানা