পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Sb" মুর্শিদাবাদের ইতিহাস। আসাম, বিষ্ণুপুর প্রভৃতি প্রদেশের রাজারা সময়ে সময়ে পাঠানদিগের লষ্ঠাতা স্বীকার করিয়া কিছু কিছু কর প্রদান করিলেও তাহার স্বাধীন বলিয়া গণ্য হইতেন। কিন্তু তাহারা বঙ্গরাজ্যকে বহিরাক্রমণ হইতে রক্ষা করিতেন বলিয়া, পাঠান রাজারা তাহাদের রাজ্যশাসনের প্রতি কোন রূপ হস্তক্ষেপ করিতেন না । ফলতঃ র্তাহার স্বাধীন হইলেও নামে পাঠান রাজগণের করদরাজস্বরূপ গণ্য ছিলেন। এইরূপে বাঙ্গলায় প্রথমতঃ ই শ্রেণীর ভৌমিক বা জমীদারের সৃষ্টি হয়। তোড়রমল্লের বন্দোবস্তসময়ে প্রাচীন ভৌমিকী প্রথার লোপ করিয়া তিনি জমীদারী প্রথার প্রবর্তন করেন। অর্থাৎ ভৌমিকগণ যেরূপ পাঠান রাজত্বকালে একরূপ করদরাজারূপে গণ্য হইতেন, মোগল রাজত্বকালে জমীদারগণ আর সেরূপ ভাবে গণ্য হইতে পাইতেন না। র্তাহীদের মধ্যে কাহারও কাহারও হস্তে অনেক পরগণার ভূমি জমীদারীস্বরূপে প্রদত্ত হইলেও তাহারা সরকারের সম্পূর্ণ অধীন ছিলেন। অর্থাৎ সরকারের কাননগে, পাটােয়ারী প্রভৃতি কৰ্ম্মচারিগণ জমীর পরিমাণ, নিরিখ প্রভৃতির হিসাবনিকাস রাখিয়া জমীদারদিগকে সরকারের চক্ষে ধূলি নিক্ষেপ করিতে দিতেন না। তোড়রমল্পের সময় হইতে জমীদারগণ সম্পূর্ণরূপে খালসা বিভাগের অধীন হন, তাহারা খালসা বিভাগের একরূপ কৰ্ম্মচারীর হায়ই গণ্য হইতেন। জমীদারগণ খালসার সম্পূর্ণ অধীন হইলেও প্রজাদিগের সহিত তাহদেরই সম্বন্ধ ছিল। তবে বন্দোবস্তের ভার খালসা বিভাগ নিজ হস্তে গ্রহণ করায়, জমীদারগণ প্রজাদিগের প্রতি তাদৃশ অত্যাচার করিতে পারিতেন না। পূর্বে উক্ত হই য়াছে যে, তোড়রমল্প সমস্ত বঙ্গরাজ্যে খালসা ও জায়গীর জমীর জমা নির্দেশ করিয়াছিলেন, এই জমা তিনি মৌজাওয়ারী হিসাবে