পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|| 8 こa〉 নির্দেশ করেন ; অর্থাৎ এক একট পরগণায় যতগুলি মৌজা বা গ্রাম ছিল, তাহদের উপর একটা মোট জমা ধাৰ্য্য করিয়া, সমস্ত পরগুণ, জমীদারী ও সরকারের জমা ধাৰ্য্য হয়, প্রত্যেক বিঘায় কোন জমা নির্দেশ করেন নাই। এই জন্য মোট নির্দিষ্ট জম সরকারের রাজস্বরূপে গণ্য হইত। বাদসহ আরঙ্গজেব তোড়রমল্লের বন্দোবস্তের কতক পরিবর্তন করিয়া আলাউদ্দীন খিলিজীর সময়ের ন্যায় উৎপন্ন শস্যের অৰ্দ্ধাংশই সরকারের প্রাপ্য স্থির করেন । ফলতঃ র্তাহার সময়ে অনেক দিন পর্য্যন্ত বাঙ্গলায় রাজস্ববন্দোবস্তের গোলযোগ ঘটিয়াছিল। তাহার নিবারণের জন্তই তিনি মুর্শিদকুলী পাকে বাঙ্গলায় পাঠাইয়া দেন। মুর্শিদকুলী খাঁ যে সময়ে বাঙ্গলার রাজস্ব বন্দোবস্তে প্রবৃত্ত হন, সেসময়ে সরকার, জমীদার, ও প্রজাদের কিরূপ অবস্থা এবং তাহদের পরস্পরের মধ্যে কিরূপ সম্বন্ধ ছিল, আমরা এক্ষণে তাহারই আলোচনা করিতেছি। মুর্শিদকুলী খা যে সময়ে বাঙ্গলায় আগমন করেন, সে সময়ে বাদসহ আরঙ্গজেব তোড়রমল্লের মৌজাওয়ারী বন্দোবস্তের কিছু পরিবর্তন করিয়া সরকারের জন্ত উৎপন্ন শস্তের অৰ্দ্ধাংশের ব্যবস্থা করিলেও সরকারকে বার্ষিক একটা নির্দিষ্ট রাজস্ব গ্রহণ করিতে হইত, এই রাজস্ব জমীদারগণ খালসায় প্রেরণ করিতেন। সেই সময়ে দেওয়ান, খালসা বিভাগের কর্তা, এবং প্রধান কাননগো ও পরগণা-কাননগোগণ তাহার অধীনস্থ কৰ্ম্মচারী ছিলেন। জমাদারদিগের প্রতি তাহদের সম্পূর্ণ দৃষ্টি থাকিলেও সেই সময়ে জমীদারগণ রাজস্ব প্রদানে অবহেল করিতেন, অথচ অনেকে প্রজাদিগকে উৎপীড়ন করিয়া অর্থআদায়ের ক্রট করিতেন না। এই সময়ে সাধারণতঃ দুই শ্রেণীর জমীদার ছিলেন ; বীরভূম, বিষ্ণুপুর, ত্রিপুরা প্রভৃতির রাজগণ কেবল নির্দিষ্ট