পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 88> জর্মীদারদিগের অধীনে কোন কোন স্থলে আর এক শ্রেণী লোক নিযুক্ত হইয়াছিলেন, তাহারা জমীদারদিগের পক্ষ হইতে প্রজাদিগের নিকট রাজস্ব আদায় করিতেন । র্তাহারা সাধারণতঃ তালুকদার নামে অভিহিত হইতেন। তালুকদারগণ জমীদার ও প্রজার মধ্যবৰ্ত্তী অধিকার প্রাপ্ত হন। যে যে স্থলে তালুকদার নিযুক্ত হইয়াছিলেন, সেই সেই স্থলে জমীদার অপেক্ষা প্রজাদিগের সহিত র্তাহাদেরই ঘনিষ্ট সম্বন্ধ হয়। এতদ্ভিন্ন জায়গীরদারগণের হস্তে জায়গীরভূমিসমূহ দ্যস্ত ছিল। প্রজাদিগের মধ্যে প্রথমতঃ দুই শ্রেণীর প্রজা দৃষ্ট হইত, প্রথম শ্রেণী লাখরাজ, দেবোত্তর, ব্রহ্মোত্তর, আয়মা বা চাকরানদার ও দ্বিতীয় শ্রেণী মালের প্রজা। প্রথম শ্রেণীর প্রজার বিনা খাজনায় জমী পাইতেন । কোন কোন স্থলে সাধারণ প্রজাদিগের অপেক্ষ তাহাদিগকে অনেক অল্প কর দিতে হইত। পূৰ্ব্বে ব্রাহ্মণ ও মুসলমান প্রজার ঐরূপ অল্প করে জমী পাইতেন। কিন্তু বাদসাহ আরঙ্গজেব ব্রাহ্মণ দিগকে উক্ত অধিকার হইতে বঞ্চিত করিয়া কেবল মুসলমানদিগকে সামান্ত কর দেওয়ার আদেশ প্রদান করেন। বাঙ্গলায় সাধারণতঃ প্রথম শ্রেণীর প্রজার বিনা খাজনায় জমী পাইতেন। দ্বিতীয় শ্রেণীর প্রজাদিগের মধ্যে আবার দুই প্রকারের প্রজা ছিল। প্রথম প্রকারকে স্বগ্রামবাসী বা খোদকস্ত ও দ্বিতীয় প্রকারকে ভিন্ন গ্রামবাসী বা পাইকস্ত বলিত। খোদকস্ত প্রজার সেই স্থানের ধিকারক্রমেই জমাদারী প্রাপ্ত হইতেন। তবে ভজন্ত তাহাদিগকে নূতন मनन अश्ण कब्रिप्ऊ श्ड ।। ७हेक्रान अभैौमात्रौrङ छऔनाब्रटिशब्र नन्यूक्रिtन ল৷ হইলেও অনেক পরিমাণে যে উত্তরাধিকারীক্ৰমে অধিকার ৰঞ্জিয়ছিল তাহ স্পষ্ট বুঝা যায়।