পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88Հ মুর্শিদাবাদের ইতিহাস । অধিবাসী হইয়া উত্তরাধিকারীক্রমে জমী চাষের অধিকার লাভ করত। কিন্তু পাইকস্ত প্রজারা অন্ত গ্রামে বাস করিয়া কেহ কেহ বহুকালের জন্ত কেহ কেহ বা অল্প কালের জন্ত জমীতে চাষ করিতে পাইত। খোদকস্ত প্রজার অধীনে আবার যে সমস্ত রায়ত চাষ করিত, তাহাদিগকে কোরফা বলিত। প্রজাগণ পরগণার নিরিথ অনুসারে অর্থাৎ যে পরগণায় বিঘা প্রতি যে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার নিয়ম প্রচলিত ছিল, তদনুসারে খাজনা দিত। তোড়রমল্লের সময় হইতে প্রাজারা ঐরূপ ভাবে খাজনা দেওয়ার অধিকার পাইয়াছিল। যদিও বাদসহ আরঙ্গজেব প্রজাদিগের নিকট হইতে উৎপন্ন শস্তের অৰ্দ্ধাংশ দাবী করিয়াছিলেন, তথাপি বঙ্গদেশে তোড়রমল্লের প্রথা একবারে লোপ পায় নাই। স্থায়ী প্রজারা যাহাতে রীতিমত জমী চাষ করে তাহার পরিদর্শনের জন্ত সরকার হইতে চেষ্ট হইত। যাহাতে তাহারা সহজে পলাতক হইতে না পারিত তদ্বিষয়েও সরকারের কৰ্ম্মচারিগণ লক্ষ্য রাথিতেন। বাদসাহ আরঙ্গজেব এ সম্বন্ধে কঠোর আদেশ প্রচার করিয়াছিলেন। প্রজাগণ রীতিমত চাষ না করিলে তাহদের প্রতি ভয়প্রদর্শন এমন কি বলপ্রয়োগ ও বেত্রাঘাতেরও আদেশ প্রদত্ত হয়। জমী চাষের জন্ত প্রজারা জমীদারদিগের নিকট হইতে পাট্ট লইয়া কবুলতি প্রদান করিত। তাহারা আপনাপন জমী বিক্রয় বা হস্তান্তর করিতে পারিত না। জমীদারগণ প্রজাদের নিকট হইতে নির্দিষ্ট খাজনা আদায় করিয়া আপনাদের প্রাপ্য অংশ গ্রহণ ও সরকারকে নির্দিষ্ট জমানুসারে আপনাপন দেয় রাজস্ব প্রদান করিতেন। কিন্তু অনেক সময়ে তাহারা প্রজাদিগের নিকট হইতে অধিক কর আদায় করিয়াও সরকারকে নির্দিষ্ট রাজস্ব দিতেন না। মুর্শিদ