পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিকা । Հ:Տ হইয়াছিল । সমাট ফরখ সেরের রাজত্বসময়ে মাড়বারের অজিত সিংহ তাহার অধিকার হইতে মোগলদিগকে বিতাড়িত করিয়া দেন। সৈয়দ হোসেন খাঁ অজিতের বিরুদ্ধে প্রেরিত হইলে অজিত তাহার সহিত সন্ধি স্থাপন করিয়া, সম্রাটকে নিয়মিত কর ও আপনার একটী কস্তা প্রদান করিতে অঙ্গীকার করেন । ১৭১৫ খৃষ্টাব্দে সম্রাট ফরখ সেরের সহিত অজিতের কস্তার বিবাহ হয়, এই বিবাহ মহাধুমধামে সম্পন্ন হইয়াছিল। যখন রাজস্থানের শক্তিত্রয়ের মধ্যে সন্ধি সংস্থাপিত হয়, সেই সময়ে মাড়বার ও অম্বরাধিপতি আর কখনও মোগলবংশে কষ্ঠা প্রদান করিবেন না বলিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলেন । এক্ষণে অজিত সিংহ সে প্রতিজ্ঞা ভঙ্গ করায়, রাণ অমর সিংহ মোগলদিগের বিরুদ্ধে অভূখিত হন। ফরখ সেরকর্তৃক জিজিয়াকর পুনঃপ্রচলিত হওয়ায় রাণাকে অস্ত্ৰধারণ করিতে হয়। অবশেযে সম্রাট বাধ্য হইয়া জিজিয়ার প্রচলন বন্ধ করিয়া দেন, ও রাণার সহিত সন্ধি স্থাপন করেন। ইহার অল্পকাল পরে রাণী অমর সিংহের মৃত্যু হয়। অজিত সিংহ ও জয় সিংহ সৈয়দদিগের সহিত সম্রাট ফরখ সেরের বিবাদের সময় দিল্লীতে আস্থত হইয়াছিলেন। ফরখ সেরের হত্যার পর দিল্লীতে বিশৃঙ্খল উপস্থিত হয়। পরে মহম্মদ সাহের রাজত্ব সময়ে সৈয়দের নিহত হইলে অজিত সিংহ পুনৰ্ব্বার আপনার আধিপত্য বিস্তারে যত্নবান হন। মোগলের অজিতের দমনের জন্ত চেষ্টা করিতে ক্ৰটি করেন নাই। অজিত আজমীরপ্রভৃতি মোগলরাজ্যের স্থান অধিকার করিয়া বসেন, পরে জয় সিংহের মধ্যস্থতায় মোগলের আজমীর পুনঃপ্রাপ্ত হন। স্বীয় পুত্র অভয় সিংহের চক্রান্তে অজিতের হত্যাকাণ্ড সম্পাদিত হয়। অভয় সিংহও