পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । 88S) কুলী খা বাঙ্গলায় আগমনের পর ঐ সমস্ত বিষয় লক্ষ্য করিয়া তাহার আমূল সংস্কারে প্রবৃত্ত্ব হন। পূৰ্ব্বে উক্ত হইয়াছে যে, কুলী খাঁ বাঙ্গলার দেওয়ান হইয়া আসার ‘ब्रहे अनक अशैवाप्नन इष्ट इंडेड बौनाही डश शबम इवाबी বিচ্ছিন্ন করিয়া লইয়া রাজস্বসংগ্রহের জন্ত বা কুলী গীর স্থায়ী কতকগুলি আমীন নিযুক্ত করেন ও বাঙ্গালার ধর্মদানী বলবন্ত। জায়গীরের সংখ্যা হ্রাস করিয়া উড়িষ্যার ভূমি তজ্জন্ত নির্দেশ করিয়া দেন। আমীনগণের দ্বারা রাজস্ব আদায় হইয়া যখন তিনি বাঙ্গলার রাজস্বের তত্ত্ব অবগত হইলেন, তখন আমীনের সংখ্যা হ্রাস করিয়া কুলী খা জমীদারদিগের সহিত জমীদারীর বন্দোবস্ত করিতে লাগিলেন। তিনিও জমীদারদিগের ভিন্ন ভিন্ন শ্রেণীর লোপ না করিয়া সকলকেই যথোপযুক্ত অধিকার প্রদান করেন। তাহার সময়ে আমীনগণও কোন কোন স্থানে জমীদারদিগের দ্যায় অধিকার প্রাপ্ত হন। পূৰ্ব্বোক্ত ত্রয়োদশ চাকলায় যে ১৬৬০ পরগণা ও ১,৪২,৮৮,১৮৬ টাকা জমা নির্দেশ করিয়াছিলেন, তাহার মধ্যে ১,০৯,৬০, ৭০৯ টাকা খালসার ও ৩৩,২৭, ৪৭৭ টাকা জায়গীরের জমা বন্দোবস্ত করা হয় । সেই খালসার জমা ২৫ ভাগে একতিমামবন্দী বা জমীদারীতে ও জায়গীর জমা ১৩ ভাগে বিভক্ত হইয়াছিল। সকারকে নির্দিষ্ট রাজস্ব প্রদান করিয়া জমীদারগণ প্রজাদিগের নিকট হইতে আপনাদের প্রাপ্য কেবল দশমাংশ গ্রহণে আদিষ্ট হন। কুলী খার বন্দোবস্তের যে কাগজ প্রস্তুত হইয়াছিল, তাহাকে জমা কামেল তুমারী কহিয়া থাকে। নবাব মুজ খ উক্ত ১,৪২,৮৮,১৮৬ টাকা হইতে ৪২,৬২৫ টাকা নাজাই বাদ দিয়া ১,৪২,৪৫,৫৬১ টাকা সংশোধিত জমা নির্দেশ