পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8(łe মুর্শিদাবাদের ইতিহাস । শীশ জমা তুমারী ৪০,৮৭,৯৭৯ টাকা হইয়াছিল, তাহার মধ্যে খালসা সেরিফায় কেবল ৬,৮৭,৮৯০ টাকা যাইত। অবশিষ্ট রাজস্বের মধ্যে ৩,১২,৭৯৪ টাকা জায়গীরের હ ২,১৩৬ টাকা মাদামাস ও আয়ম প্রভৃতি ধৰ্ম্মার্থে দেয় বৃত্তির জন্ত ধাৰ্য্য হইয়া, শেষ ৩০,৪৫,১৫৯ টাকা বাদসহিবংশীয় কোন ব্যক্তির অথবা কোন এক জন বিশ্বাসী আমীরের সীমান্ত প্রদেশ রক্ষার বৃত্তিস্বরূপ নির্দিষ্ট হইত। সামুজা ১৬৫৮ খৃঃ অব্দে যে সময়ে বঙ্গরাজ্যের পুনর্বন্দোবস্ত করেন, সে সময়ে সুব উড়িষ্যা হইতে ৩৮ পরগণা ৪,১৫,৯২১ টাকা জমা সমেত খারিজ হইয়া বঙ্গরাজ্যভুক্ত করা হয়। পরে তাহ আবার সুবা উড়িষ্যার অন্তর্গত হইয়া সেই ৪০,৮৭,৯৭৯ টাকাই তাহার জমারূপে গণ্য হইত। মুর্শিদকুলী খাঁ ফসলী ১১১২ সালে বা ১৭০৬-৭ খৃঃ অব্দে বাঙ্গলার বন্দোবস্তকালে উড়িষ্যা হইতে হিজলী, তমলুক, মহিষাদল প্রভৃতি ৪০ পরগণ খারিজ করিয়া পুনৰ্ব্বার বঙ্গরাজ্যভুক্ত করায়, উড়িষ্যা হইতে ৪,১৫,৭২৪ টাকা আর কমিয়া যায়। কিন্তু তাহার মধ্যে ১২টা পরগণা আবার বালেশ্বরের অধীন মহাল বলিয়া গণ্য হওয়ায়, তাহদের আয় ৭৪,৩৪০ টাকা বাদে বঙ্গরাজ্যভুক্ত প্রদেশের ৩,৪১,৩৮৪ টাকা আয় ও অন্তান্ত প্রদেশের জমা সংশোধিত হইয়া ১,৩৯,৩৫০ টাকা আর কম হওয়ায়, তৎকালে সুবা উড়িষ্যায় মোট জমা ৩৬,০৭,২৪৫ টাকা স্থির হইয়াছিল। মুর্শিদকুলী খাঁ বঙ্গদেশ হইতে অনেক জায়গীর খাস করিয়া তাহার পরিবর্তে উড়িষ্যার ভূমি নির্দিষ্ট করিয়া দেন। এই জন্য ক্রমে উড়িষ্যায় জায়গীর ভূমির বৃদ্ধি হয়। মুর্শিদকুলীর জামাত সুজা উদ্দীন খা প্রথমতঃ উড়িষ্যার নায়েব দেওয়ান পরে নায়েব নাজিমও নিযুক্ত হইয়াছিলেন। এই সুজা খ মুর্শিদকুলীর পরে মুর্শিদাবাদের সিংহাসনে উপবিষ্ট হন।