পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায়। 86 X নবাব আলিবর্দী খাঁর সময় উড়িষ্যার অধিকাংশ ভূভাগ মহারাষ্ট্রীয় দিগের হস্তগত হয় । ইতিপূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, মুর্শিদকুলী খাঁ দেওয়ান নিযুক্ত হইয়া মুর্শিদাবাদে আসার অব্যবহিত পরেই বঙ্গাধিকারী দৰ্প আপনার সমস্ত কাগজ-পত্ৰ লইয়া দক্ষিণাত্যে নারায়ণ । বাদসহ আরঙ্গজেবের শিবিরে গমন করিয়াছিলেন। সেই সময়ে প্রধান কাননগো বঙ্গাধিকারী দর্পনারায়ণ আপনার রহুম তিন লক্ষ টাকা দাবী করিয়া দেওয়ানের কাগজে স্বাক্ষর করেন নাই। কুলী খাঁ দাক্ষিণাত্য হইতে প্রত্যাগত হইয় তাহাকে এক লক্ষ টাকা দেওয়ার অঙ্গীকার করেন, কিন্তু তাহাতেও দর্পনারায়ণ সন্মত হন নাই। মুসলমান ঐতিহাসিকগণ বলিয়া থাকেন যে, কুলী খাঁ দর্পনারায়ণকে তৰ্জ্জন্ত চিরদিনই বিদ্বেষচক্ষে নিরীক্ষণ করিতেন। কিন্তু তাহা কত দূর সত্য বুঝিয়া উঠা যায় না। খালসার দেওয়ান ভূপতি রায়ের মৃত্যু হইলে, র্তাহার পুত্র গোলাপ রায়কে অনুপযুক্ত মনে করিয়া কুলী খাঁ দর্পনারায়ণকে খালসার পেস্কার প্রদান করেন। ইহাতে আমরা বিদ্বেষের কোন কারণ দেখিতে পাই না। কিন্তু মুসলমান ঐতিহাসিকগণ বলিয়া থাকেন যে, দর্পনারায়ণের সৰ্ব্বনাশের জন্তই উক্ত পদ প্রদান করা হইয়াছিল। যাহা হউক খালাসা বিভাগের ভীর প্রাপ্ত হইয়া দর্পনায়ায়ণ রাজস্ববন্দোবস্তে মনোনিবেশ করেন। এই সময়ে কুলী খার জমা কামেল তুমারী প্রস্তুত হয়। দর্পনারায়ণই সেই বিষয়ে তাহাকে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন। তাহারই সেরেস্ত হইতে উক্ত কাগজ প্রস্তুত হয়, এবং কুলী খ তাহারই পরামর্শক্রমে বাঙ্গলার রাজস্ববন্দোবস্তে কৃতকাৰ্য্য হইয়াছিলেন বলিয়া উক্ত হয়। এই বন্দোবস্তের জন্ত তিনি শেঠ মাণিকচাদেরও পরামর্শ