পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুর্শিদাবাদের ইতিহাস । هم পিতার স্থায় প্রতাপশালী ছিলেন। মহম্মদ সাহের রাজত্বকালে ১৭৩৫ খৃষ্টাব্দে মিবারের রাণ দ্বিতীয় জগৎ সিংহ, মাড়বাররাজ অভয় সিংহ ও জয়পুরাধিপতি শোবে জয় সিংহের মধ্যে পুনৰ্ব্বার সন্ধি স্থাপিত হয়, কিন্তু তাহ অধিক দিন স্থায়ী হয় নাই। রাণ জগৎ সিংহ জয় সিংহের পুত্র ঈশ্বরী সিংহ কর্তৃক পরাজিত হন। ঈশ্বরী সিংহ আফগানদিগের বিরুদ্ধে শতক্ৰ পৰ্য্যস্ত গমন করিয়াছিলেন। ইহার পর রাজপুতানা মহারাষ্ট্রীয়গণকর্তৃক আক্রান্ত হইয়া হীনপ্রতাপ হইয়া পড়ে। বর্তমান সময়ে রাজপুতানার প্রদেশসকল করদ ও মিত্র রাজ্যমধ্যে পরিগণিত। অষ্টাদশ শতাব্দীতে রাজপুতানা হইতে আর একটা বীরজাতি অভু্যখিত হইয়া মোগলরাজ্যমধ্যে অপরিসীম ভীতির সঞ্চার করিয়াছিল। ইহার ইতিহাসে জাঠ নামে প্রসিদ্ধ। জাঠদিগের সর্দার বদন সিংহ ডিগ নগরে প্রথমে রাজোপাধি গ্রহণ করেন। তাহার পুত্র স্বরজ মল্ল হইতে জাঠগণ যুদ্ধৰ্ষ হইয় উঠে। ১৭৩০ খৃষ্টান্ধ হইতে ভরতপুর তাহাদিগের প্রধান স্থান হইয় উঠে। দিল্লী, আগরাপ্রভৃতি স্থান অনেকবার জাঠদিগের দ্বারা আক্রান্ত ও লুস্তিত হইয়াছিল। ১৭৫৪ খৃষ্টাব্দে श्ब्रज भन्न फेबौद्ध श्राबी-उल्लीन ७ भशब्राङ्कीब्र प्टेनद्यनिष्शन्न अङ्गभग ব্যর্থ করিয়া দেন। তিনি সদাশিব রাওয়ের সহিত আফগানদিগের বিরুদ্ধে ধাবিত হইয়াছিলেন। পানিপথের যুদ্ধের পর স্বরঙ্গ মর আগর অধিকার করেন। ১৭৬৩ খৃষ্টাব্দে তিনি নিহত হইলে তাহার পুত্র নামল সিংহের নিকট হইতে দিল্লীর তাৎকালিক সেনাপতি নজফ খী হুরজ মল্পের অপর পুত্র রণজিতের সহিত মিলিত হইয়া স্বাগরাপ্রভৃতি স্থান অধিকার করেন। নজফ খাঁর মৃত্যুর পর ভরতপুর সিন্ধিয়াকর্তৃক আক্রান্ত হয় রণজিত সিংহ ইংরাজ