পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায় মুর্শিদকুলী খাঁ । বঙ্গরাজ্যের সর্ব প্রকার উন্নতি সাধন করিয়া নবাব মুর্শিদকুলী জাফর খাঁ স্বীয় নবপ্রতিষ্ঠিত রাজধানী মুর্শিদা- রাজধানী মুদি৷ বাদকে শোভা ও সমৃদ্ধিশালী করিতে ੇ বাদের উন্নতি । করেন নাই। মুর্শিদাবাদ দিন দিন অসংখ্য সৌধমালায় বিভূষিত হইয়া এক বিশাল মহানগরে পরিণত হয়। ক্রমে ভাগীরথীর উভয় তীরে ব্যাপ্ত হইয়া এই সুবৃহৎ নগর এক বিস্তৃত জনপদের ষ্ঠায় প্রতীময়ান হইতে থাকে। ভাগীরথীর পূর্ব তীরে দক্ষিণে বৰ্ত্তমান মতিঝিলের নিকট হইতে উত্তরে সাধকবাগ অতিক্রম করিয়া ও পশ্চিম তীরে দক্ষিণে খোস্বাগ হইতে উত্তরে বড়নগরের নিকট পৰ্য্যন্ত প্রায় চারি ক্রোশ দীর্ঘ ভূভাগ মুর্শিদাবাদ রাজধানীর অন্তনিবিষ্ট হয়, ৫ এবং বঙ্গদেশে তাহ একমাত্র সহর নামে বিখ্যাত হইয় উঠে। অস্থাপি বঙ্গদেশের অনেক স্থানের লোকের নিকট মুর্শিদাবাদই সহর নামে পরিচিত। এই বিশাল নগরে যে কত মরহৎ অট্টালিকা নিৰ্ম্মিত হইয়াছিল তাহার ইয়ত্ত করা যায় না। যেখানে বর্তমান নিজামত কেল্লা অবস্থিত, সেই স্থানে নবাব মুর্শিদ

  • ১৭৮০ খৃঃ অন্ধে অঙ্কিত রেনেলের কালীমবাজার দ্বীপের মানচিত্রে **नीरांग नशब्लक थे झाग३ अझिउ कब्र इशारश् ।