পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়। 8Ꮤ%Ᏹ মুর্শিদাবাদ একদিন সন্ত্রান্ত জনগণের গগনস্পর্শিনী সৌধমালায় বিভূষিত হইয়া ভাগীরথীবক্ষে আপনার কমনীয় কান্তি প্রতিবিম্বিত করিত, এক্ষণে তাহ পরিত্যক্ত শ্মশান-ক্ষেত্রের দ্যায় বাঙ্গলার এক প্রান্তে অবস্থিতি করিতেছে। - - বর্তমান নিজামত কেল্লার অভ্যন্তরে প্রাসাদদি নিৰ্ম্মাণ করিয়া, নবাব মুর্শিদকুলী খা নগরের পূর্ব প্রান্তে তোপখান। একটী ক্ষুদ্র দুর্গনিৰ্ম্মাণে সচেষ্ট হন। তাহার . wo নিকটে ভাগীরথীর একটী শাখানদী প্রবাহিত জাহানকেৰ । ছিল, অস্থাপি তাহা আপনার ক্ষুদ্র কলেবরে ক্ষুদ্র তরঙ্গ তুলিয়া প্রবাহিত হইতেছে। ইহাকে কোন স্থানে গোবরানাল ও কোন , স্থানে ভাণ্ডারদহ বিল বলিয়া থাকে। যে স্থানে ইহার ভাণ্ডারদহ নাম হইয়াছে, সে স্থানে ইহার কলেবর প্রকৃত নদীরই দ্যায়। এই গোবরানালার উপরিস্থিত স্থান মুরক্ষিত করিয়া কুলী খাঁ তথায় আপনার অস্ত্রাগার স্থাপন করেন, তথায় নবাবের কামান, বন্দুক ও অন্যান্ত অস্ত্রশস্ত্রাদিও রক্ষিত হইত। সেই জন্য এই স্থানকে সাধারণ লোকে তোপখান বলিত, অদ্যাপি উহ সেই নামেই পরিচিত। বাজলার পূর্ব রাজধানী ঢাকা বা জাহাঙ্গীরনগর ও অন্যান্য অনেক স্থান হইতে বৃহৎ বৃহৎ তোপ ও বন্দুক প্রভৃতি আনিয়া তথায় স্থাপন করা হইয়াছিল। কালক্রমে সেই সমস্ত কামান, বন্দুক ও অস্ত্রশস্ত্রাদি নিজামত কেল্লার মধ্যে আনীত হয়। (কেবল একটি স্ববৃহৎ তোপ অদ্যাপি তথায় অবস্থিত হইয়া মুর্শিদাবাদের একটা দর্শনীয় পদার্থ there are individuals in the first possessing infinitely greater property than in the last city.” . . . . . . . . . .