পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়। &ჯ\9 S) নবাব মুর্শিদকুলী জাফর খাঁ বাৰ্দ্ধক্যদশায় উপনীত হওয়ায়, মৃত্যুকাল নিকটবৰ্ত্তী মনে করিয়া একটা মস্- কাটরার জীদ ও তাহার নিকটে আপনার সমাধি-মন্দির মসজীদ । নিৰ্ম্মাণ ও একটা কাটরা বা গঞ্জ স্থাপন করার ইচ্ছা করেন। ইস্মাইল ফরাসের পুত্র মোরাদ ফরাসের প্রতি তাহারভার অপিত হয়। মোরাদ ছয় মাসের মধ্যে মসজীদাদির নিৰ্ম্মাণ শেষ করিবে বলিয়া প্রকাশ করে। কিরূপে ঐ মসজীদ নির্মিত হইয়াছিল, মুসলমান ঐতিহাসিকগণের লিখিত তাহার বিবরণ প্রদান করিয়া আমরা যথাযথ তাহার আলোচনায় প্রবৃত্ত হইতেছি। ঐতিহাসিকগণ বলিয়া থাকেন যে, মোরাদ জাফর র্থার নিকট হইতে এইরূপ আদেশ লইয়াছিল যে, নবাব তাহার কোন বিষয়ে যেন হস্তক্ষেপ না করেন, তাহা হইলে সে অল্প সময়ের মধ্যে ঐ সকল নিৰ্ম্মাণে সমর্থ হইবে না । কুলী খাঁ তাহার আবেদন গ্রাহ করিলে, মোরাদ মসজীদাদি নিৰ্ম্মাণে প্রবৃত্ত হয়। সহরের পূর্ব প্রান্তে তোপখানার নিকটে খাস তালুকের অন্তর্গত এক স্থানে সে কাটরা বা গঞ্জ স্থাপন এবং মসজীদ ও সমাধি নিৰ্ম্মাণের ইচ্ছা করে। বাঙ্গলার জমীদারদিগের নিকট হইতে মিস্ত্রী, ছুতার, বেলদার, মজুর ও কারিকর প্রভৃতি তলব করিয়া পাঠায় ও হিন্দুদিগের দেবালয় ভাঙ্গিয় ইষ্টক ও মসলা জমা করিতে আরম্ভ করে, এবং তদ্বারা মসজীদ নিৰ্ম্মাণ আরব্ধ হয় । যেখানে দেবালয়য়ের নাম শুনা যাইত, সেই স্থানে মোরাদের লোক গমন করিয়া তথাকার জমীদারের নিকট হইতে নৌকা, গাড়ী লইয়া মজুর দ্বারা দেবালয় ভাঙ্গিয় তাহার ইষ্টকাদি বোঝাই দিয়া আনয়ন করিত। জমীদার ও মুতসুদ্দীগণ দেবালয়ের পরিবর্তে ইষ্টক, মসলা ও নজরানা দিতে চাহিলেও তাহাতে