পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুর্শিদাবাদের ইতিহাস । واری\8 যাহা হউক, মোরাদ এক বৎসরের মধ্যে একটা কাটরা বা গঞ্জ বসাইয়া মক্কার মসজীদের অনুকরণে এক প্রকাও মসজীদ নিৰ্ম্মাণ করে, এবং তাহার সোপানাবলীর নিম্নে মুর্শিদকুলী থার সমাধিস্থান নির্ণীত হয়। মসজীদে অত্যুচ্চ মিনার, হাউজ, ইন্দার, কুপ প্রভৃতি নির্মিত হইয়াছিল। নানারূপ কারুকাৰ্য্যে শোভিত হইয়া, সেই বিরাটু মসজীদ মুর্শিদাবাদের মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ দর্শনীয় পদার্থ হইয়া উঠে।* ১১৩৭ হিজরী বা ১৭২৩ খৃঃ অব্দে মসজীদনিৰ্ম্মাণ শেষ হয়। তাহার কষ্টিপ্রস্তরনিৰ্ম্মিত ফলকে এইরূপ লিখিত হইয়াছিল যে, “আরবের মহম্মদ উভয় জগতের গৌরব, যে ব্যক্তি র্তাহার দ্বারের ধূলি নহে, তাহার মস্তকে ধূলিবৃষ্টি হউক।” কাটরা বা গঞ্জের মধ্যস্থ মসজীদ বলিয়া এক্ষণে তাহার নাম কাটরার মসজীদ হইয়াছে। এই কাটরার মসজীদ এক্ষণে ভগ্নস্তপে পরিণত। গত ভূমিকম্পে তাহার ভগ্নস্তপের কলেবর আরও বৰ্দ্ধিত হইয়াছে। o ১৭২২ খৃঃ অব্দে শেঠ মাণিকচাদ পরলোক গমন করেন। মহিমাপুরের পর পারে তাহার স্মৃতিস্তম্ভ স্থাপিত হইয়াছিল। যে স্থানে তাহার স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠিত হয়, তাহাকে দয়াবাগ বলিত। উক্ত স্মৃতিস্তম্ভ এক্ষণে ভাগীরথীগর্ভস্থ। মণিকটাস্তুে পরলোকগমনের পর ফতেটান মুর্শিদাবাদ গদীর উত্তরাধিকারী হইয়া দিন দিন তাহার উন্নতিসাধনে যত্নবান হন। ক্রমে সমগ্র ভারতবর্ষে মুর্শিদাবাদ গদীর নাম বিঘোষিত হইয়া পড়ে। (কুলী খাঁ ফতেটাদকে যার পর নাই স্নেহ করতেন। ধনসম্পত্তিতে ফতেগদ ক্রমে ভারতবর্ষে অদ্বিতীয় হইয়া উঠায়, নবাব জগৎশেঠ ফতেচাদ ० कोफ़ेब्रा भनछौप्नब बिछ,उ विवब्र१ मूर्निगाबाल-कोश्निौप्ङ ज8षा ।