পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ષ્ટના মুর্শিদাবাদের ইতিহাস । শ্বশুর জামাতার তাদৃশ সম্ভাব ছিলনা, সেই জন্ত কুলী খাঁ জামাতার জন্য সুবেদারীর চেষ্ট না করিয়া দৌহিত্রের জন্ত চেষ্টা করিতে প্রবৃত্ত হন। যাহা হউক, অবশেষে সুজা উদ্দীন নিজেই মুর্শিদাবাদের সিংহাসনলাভে কৃতকাৰ্য্য হইয়াছিলেন। কুলী খাঁ সরফরাজের জন্ত সুবেদারীর চেষ্টা করিতে করিতেই গতাস্থ হন। মৃত্যুর কিছু পূৰ্ব্বে তিনি সরফরাজের হস্তে আপনার সমস্ত সম্পত্তি প্রদান করিয়া, তাহার অধীনস্থ কৰ্ম্মচারিবর্গকে স্তায় ও করুণা-চক্ষে নিরীক্ষণ করিতে আদেশ প্রদান করেন। তাহার পরই তাহার প্রাণবায়ুর অবসান হয়। এইরূপে হিজরী ১১৩৯ সাল বা ১৭২৫ খৃঃ অব্দে আপনার একমাত্র পত্নী নসেরুবাণু বেগম ও কন্যা জিন্নেতেন্নেসাঙ্গ ও দৌহিত্র সরফরাজের নিকটে মুর্শিদাবাদের স্থাপয়িত, বাঙ্গলার কার্য্যদক্ষ, তীক্ষবুদ্ধি নবাব মুর্শিদকুলী জাফরখা চিরদিনের জন্ত নয়ন মুদিত করেন। র্তাহারই ইচ্ছামুসারে কাটরার মসজীদের সোপানাবলীর নিম্নে তাহাকে সমাহিত করা হয়। সাধুগণের পদধূলি তাহার সমাধির উপর সঞ্চিত থাকিবে বলিয়া তিনি তথায় সমাহিত হইতে ইচ্ছা করিয়াছিলেন। আদ্যাপি কাটরার মসজীদের সোপানাবলীয় নিয়ে কুলী খাঁর সমাধি বিদ্যমান আছে। এই সোপানাবলী ধ্বংস মুখ হইতে রক্ষিত হইয়াছে, এবং কুলী খাঁর সমাধিরও মধ্যে মধ্যে সংস্কার হইয়া থাকে। সাধারণ মুসলমানগণ কুলী খাকে পীরের স্থায় পূজা করে। সরফরাজ মাতামহের মৃত্যুসংবাদ দিল্লীতে ও উড়িষ্যায় পিতার নিকট পাঠাইয়া সরকারী দ্রব্যাদি ব্যতীত কুলী খার সমস্ত সম্পত্তি কেল্লা হইতে আপনার

  • আজম উল্লেস নামে কুলী ধীর এক কষ্ঠায় নাম শ্রত হওয়া যায়। श्रांज्जभ-छैtभ्रमौ छिप्छाछाम्लभांग्न अलिवांछब्र किमी ठाशं७ छtनां यग्नि नी ।