পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়। 8"○ তজষ্ঠ হুগলীর ফৌজদারের প্রতি কঠোর আদেশ প্রদত্ত ছিল। কুলী খী বাদসাহের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করিতেন। তিনি কখনও খাস বা বাদসাহী নৌকায় আরোহণ করিতেন না। বর্ষা কালে যখন ঢাকা হইতে বাদসাহী নৌকাশ্রেণী মুর্শিদাবাদে উপস্থিত হইত, তখন তিনি তাহদের নিকট গমন করিয়া নজর দিতেন ও আস্তান চুম্বন করিতেন। হস্তিগণের মধ্যে পরস্পরের ক্রীড়া দরবার হইতে নিষিদ্ধ হওয়ায়, তাহার সম্মুখে সেরূপ ক্রীড়া হইতে পারিত না, কিন্তু ব্যাঘ্র বা অন্ত জন্তুর সহিত হস্তীর ক্রীড়া তিনি দর্শন করিতেন। তিনি শিকার করা ভাল বাসিতেন না। কুলী খাঁ কখনও কোন রূপ মাদক দ্রব্য সেবন করিতেন না। নৃত্য, গীত ও বাদ্যে র্তাহার অনুরক্তি ছিল না। মুসলমান শাস্ত্রবিরুদ্ধ কোন কাৰ্য্য র্তাহার দ্বারা সম্পন্ন হইত না । তিনি র্তাহার এক মাত্র বিবাহিত পত্নীর প্রতি অনুরক্ত ছিলেন। কোন অপরিচিত স্ত্রীলোক বা খোজ র্তাহার মহলসরা বা অন্তঃপুর মধ্যে প্রবেশ করিতে পাইত না । তিনি যাবতীয় ভোগবিলাস বিশেষতঃ বেশভূষার কোন রূপ আদর করিতেন না। কুলী খাঁ সকল রূপ গুরুপাক দ্রব্য, ঠাণ্ড সরবৎ বা জমাট ক্ষীর ভোজনে বিরত ছিলেন। কেবল বরফ ও শিল ব্যবহার করিতেন । নাজির আহম্মদের নায়েব খিজির খ শীত কালে রাজমহলের পাহাড়ে বরফ জমাইবার জন্য নিযুক্ত হইত, এবং অন্যান্ত সময়ে তাহার জল সঞ্চয় করিয়া রাখিত। আমের সময় তাহার তত্ত্বাবধানের জন্ত আকবরনগর বা রাজমহলে এক জন দারোগ নিযুক্ত হইতেন। মালদহ, কোতোয়ালী, হোসেনপুর প্রভৃতি স্থানে যে সমস্ত উত্তম উত্তম আম্র বৃক্ষ ছিল, দারোগ ও তাহার কৰ্ম্মচারিগণ তাহার হিসাব রাখিতেন। কৰ্ম্মচারীরা যাহাতে লোকে আম চুরী না করে