পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়। 8ማ® হইতে বহিষ্কৃত করায় ফৌজদার আসাদুল্লা * তাহার সুবিচার করেন নাই। মোগলের পক্ষ হইতে নবাবের নিকট অভিযোগ হইলে, তিনি বিচারে কোতোয়ালকে দোষী স্থির করিয়া কোরানের ব্যবস্থানুসারে অপরাধীকে প্রস্তরনিক্ষেপে হত্যা করার আদেশ দেন। ফৌজদারের অনুনয়বিনয় নবাবকে বিচলিত করিতে পারে নাই। বাদসাহ আলমগীর ও জাফর খাঁ জেন্দাপীরের রাজত্বসময়ে উৎকোচপ্রদানে কাজীর পদ লাভের সম্ভাবনা ছিল না। ভদ্রবংশীয়, ধাৰ্ম্মিক, বিশ্বাসী ও বিদ্বানগণ কাজীর পদে নিযুক্ত হইতেন । র্তাহার দেওয়ানীসময়ে মহম্মদ সরফ, কাজীর পদে নিযুক্ত ছিলেন। ধাৰ্ম্মিক, নিরপেক্ষ ও বিদ্বান বলিয়া তাহার খ্যাতি ছিল। ঐ সময়ে চুণাখালির জনৈক তালুকদার বৃন্দাবন রায়ের নামে এক অভিযোগ উপস্থিত হয়। এক জন মুসলমান ফকীর বৃন্দাবনের নিকট কিছু প্রার্থনা করিলে, বৃন্দাবন তাহার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া ফকীরকে বাট হইতে বাহির করিয়া দেন। ফকীর বৃন্দাবনের বাটীর সম্মুখের পথে কতকগুলি ইষ্টক জমা করিয়া একটী প্রাচীর উত্তোলন করে, ও তাহাকে মসজীদ বলিয়া ঘোষণা করিয়া লোকদিগকে নমাজ করিবার জন্ত তথায় আহবান করিতে থাকে। বৃন্দাবন সেই স্থান দিয়া গমন করিলে, সে উচৈঃস্বরে আজান দিত। বৃন্দাবন বিরক্ত হইয়া তাহার কতকগুলি ইষ্টক ফেলিয়া দেন। ফকীর জাফর খাঁর আদালতে অভিযোগ করিলে, কাজী সরফ কতকগুলি মৌলবীর সাহায্যে বিচার করিয়া মুসলমান শাস্ত্রানুসারে বৃন্দাবনের প্রাণদণ্ডের ব্যবস্থা স্থির করেন। মুর্শিদ

  • আসাদুল্ল কুলী খাঁর রাজত্বারম্ভের অনেক পরে হুগলীর ফৌজদার নিযুক্ত হন।