পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায়। সুজা উদ্দীন মহম্মদ খা । মুর্শিদকুলী খাঁর দেহত্যাগের পর তাহার জামাত মুজা উদ্দীন মহম্মদ খা মুর্শিদাবাদের সিংহাসনে অধিরূঢ় হন। ইতিপূৰ্ব্বে উক্ত হইয়াছে যে, নবাব মুর্শিদকুলী স্বীয় দৌহিত্র হজ উীনের পূর সরফরাজ খাকে আপনার উত্তরাধিকারিত্ব দিবার বিবরণ । , জন্ত চেষ্টা করিয়াছিলেন, কিন্তু সুজা উদ্দীনের চেষ্টায় তাহার উদ্বেগু ব্যর্থ হয়। প্রথমতঃ মুজা উদীনের কিঞ্চিৎ পূৰ্ব্ব বিবরণ প্রদান করিয়া আমরা যথাযথরূপে উক্ত ঘটনার বিবরণ প্রদান করিতে চেষ্টা । করিতেছি। মুজা উদ্দীন খোরাসানাধিবাসী তুর্কজাতীয় আফসারবংশসস্তৃত। আফসারগণ পারস্তমধ্যে আপনাদিগের যোদ্ধৃবিদ্যায় চিরপ্রসিদ্ধ। দক্ষিণাত্যের অন্তর্গত বুরহানপুর নগরে মুজার জন্ম হয়। বুরহানপুরে মুর্শিদকুলী ধারও নিবাস ছিল। মুর্শিদকুলী খ উক্ত নগরস্থ সন্ত্রান্তগণের অন্যতম, এবং সন্ত্রাস্তবংশীয় বলিয়া স্বজার বাল্যকাল হইতেই মুর্শিদ মুজাকে বিশেষ রূপে অবগত ছিলেন, এবং তাহাকে যথেষ্ট স্নেহও করিতেন। যৎকালে মুর্শিদকুলী হায়দরাবারে দেওয়ানী পদে নিযুক্ত হন, সেই সময় তাহার কন্স ক্ৰি তেন্নেসা বেগমের সহিত মুজা উদ্দীনের পরিণয় ব্যাপার সংসাধিত হয়। তৎপরে সম্রাট আরঙ্গ জেবের অনুগ্রহ কুলী খাঁ বাদল ও উড়িষ্যার