পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায়। 89 ප ইতিহাসের একটা জলন্ত নক্ষত্র বলিয়া কীৰ্ত্তিত হইয়া থাকেন। মির্জ মহম্মদ আজিম সাহের অধীনে কাৰ্য্য করিয়াছিলেন, এবং স্বীয় প্রভুর মৃত্যুর পর কোল্পকার কৰ্ম্মে নিযুক্ত না থাকায়, দারিদ্র্যের চরম সীমায় নিপতিত হন । র্তাহার পরিবারবর্গ পালন করা দুঃসাধ্য হইয়া উঠিল। অবশেষে কনিষ্ঠ পুত্র মির্জ মহম্মদ আলির পরামর্শে তিনি দিল্লী হইতে আপনার পত্নীকে সঙ্গে লইয়া উড়িষ্যায় সুজার নিকট উপস্থিত হন। স্বজ তাহাকে যথেষ্ট সমাদর ও যত্ন করিয়া তাহাকে আপনার অধীনে কোন কাৰ্য্যে নিযুক্ত করেন। ইহার পর মির্জ মহম্মদ আলিও উড়িষ্যায় আসিয়া উপস্থিত হইয়াছিলেন, এবং কৰ্ম্ম প্রাপ্ত হইয়া স্বীয় প্রতিভা ও দক্ষতাবলে দেওয়ানী ও সৈনিক বিভাগের কার্য্যে পারদর্শিতা প্রদর্শন করিতে লাগিলেন। সুজা তাহার কার্য্যতৎপরতায় যৎপরোনাস্তি সস্তুষ্ট হন। অবশেষে মির্জামহম্মদ আলি জ্যেষ্ঠ ভ্রাত হাজী আহম্মদকে সপরিবারে উড়িষ্যায় আসিবার জন্ত লোক প্রেরণ করিলে, হাজী আহম্মদও ১৭২২ খৃঃঅব্দে উড়িষ্যায় আসিয়া সরকারে নিযুক্ত হইয়া কাৰ্য্য করিতে লাগিলেন।* উভয় ভ্রাতার যশোগরিমা দিন দিন পরিবর্দ্ধিত হইতে লাগিল।

  • হাজী দিল্লীতে সম্রাটের জহরতরক্ষক ছিলেন। কথিত আছে, কয়েকটা জহরত আত্মসাৎ করিয়া তিনি প্রায়শ্চিত্তের জন্য মক্কীয় গমন করেন ও रविी छ”ार्षि अंश्१ कtब्रन। किड़ झेश जडयायां★ा नtश्, कांब्र१ उ९कालिक উজীয় ধী দুরান উভয় ভ্রাতার উপর সস্তুষ্ট হইয় তাহাদিগকে প্রশংসাপত্র প্রদান করিয়াছিলেন। উহার কটকে আসার সময় তাহ লইয়া আসেন। হাজী এরূপ অপকৰ্ম্ম করিলে খ ফুরান কদাচ প্রশংসাপত্র দিতেন না। (Holwells Historical Events Pt. 1 Page 59-6o)vtfj* vt*vifis জহরতচুরির কথা আছে। কিন্তু হলওয়েল সাহেবের মন্তব্যই প্রকৃত বলিয়া ণাণ ইয়। হলওয়েল সাহেব বলেন যে, হাজী প্রথমতঃ নবাব স্বজা উদ্দীনের