পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઇન્દ মুর্শিদাবাদের ইতিহাস। মিজ মহম্মদ আলি জ্যেষ্ঠ ভ্রাতা অপেক্ষা যোদ্ধকার্য্যে পারদর্শী ছিলেন। তিনি স্বীয় মহিয়সী প্রতিভাবলে আপন পরিবারস্থ অন্তান্ত ব্যক্তি অপেক্ষা শ্রেষ্ঠ পদবীতে উন্নীত হন। ওএমন কি তৎকালে উড়িষ্যার দরবারে মিজ মহম্মদ আলি অপেক্ষা কাৰ্য্যতৎপর কেহই ছিলেন না। সুজা উদ্দীন তাহার দক্ষতায় সস্তুষ্ট হইয়া তাহাকে আলিবর্দী খাঁ উপাধিতে ভূষিত করিলেন। আমরা এক্ষণে র্তাহাকেই আলিবর্দী বলিয়াই উল্লেখ করিব। হাজি আহম্মদও ক্রমে ক্রমে উচ্চপদ লাভ করেন। + কুলী খাঁ সুজা উদ্দীনের উপর অসন্তুষ্ট থাকায়, সরফরাজ খাকে আপনার মৃত্যুর পর বাঙ্গলার সুবেদারী পদ প্রদানের ইচ্ছা করিয়া প্রধান খিতমতগার এবং আলীবর্দী ছিলিমবর্দীর এবং পদাতিক নিযুক্ত হন। (Holwells Historical Events Pt 1. Pege 6o) *Naft &tatfq•ftəş q#»i হান কার্য্যে নিযুক্ত করিয়াছিলেন বলিয়া বোধ হয় না । তারিখ বাঙ্গলায় তাহার। প্রথমতঃ মোসাহেবি করিতেন বলিয়া লিখিত আছে ।

  • Mutaqherin vol. I. P. 299. fez sifqe zjarritų সুজার মূর্শিদাবাদের নবাবীপ্রাপ্তির পর, মিজ1 মহম্মদ আলি, আলিবর্দী খ উপাধি পাইয়াছিলেন বলিয়া লিখিত আছে।

+ হলওয়েল বলেন যে, আলিবন্দী শীঘ্র জমাদার পদে উন্নীত হইয়া পরে অশ্বারোহী সৈঙ্কের অধ্যক্ষ হন, হাজীও ক্রমে মন্ত্রীর পদ লাভ করেন । Reflection নামক গ্রন্থের রচয়িত বলিয়া থাকেন যে, হাজী আহম্মদ নিজের কৌশল ও ক্ষমতা প্রয়োগ করিয়া স্বজা উদ্দীনকে বশীভূত করেন। স্বজা উদ্দীন ইদ্রিয়পরায়ণ হওয়ার, হাজী স্বজায় ইন্দ্রিয়লালসার বৃদ্ধি করিতে চেষ্ট৷ করিতেন। এরূপ কথিত আছে যে, হাজী স্বজার মনোরঞ্জনের জন্ত আপনার কন্যাকে পর্য্যন্ত উৎসর্গ করিয়াছিলেন । হলওয়েল বলেন যে, উtহার এরূপ কথা কখনও শুনেন নাই। (Historical Events P. 6i) তারিখ বাঙ্গলায়ও ঐরাপ ভাবের কথা আছে। বাস্তবিক উহ! প্রবাদ ব্যতীত সত্য ঘটল। रुद्विग्न विश्वtन कुङ्गौ यीब्र मां ।