পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8brb. মুর্শিদাবাদের ইতিহাস । ও ফতেচাদ অত্যন্ত কাৰ্য্যতৎপর ও রাজস্বসংক্রাস্ত জ্ঞানে দেশবিখ্যাত ছিলেন । আলমৰ্চাদের রাজস্বসংক্রাস্ত জ্ঞানের জন্য সুজা খাঁর অনুরোধে বাদসাহ তাহাকে ‘রায়রয়ান’ উপাধি প্রদান করেন। পূর্বে বাঙ্গল দেশের কোন কৰ্ম্মচারী উক্ত উপাধি প্রাপ্ত হন নাই।* নবাববংশীয়ের ক্রমে দেওয়ানী পরিত্যাগ করিলে, রায়রায়ানগণই দেওয়ান ও রাজস্ব বিষয়ে প্রধান হইয়া উঠেন। আলমৰ্চাদই প্রথমে নায়েব দেওয়ান হইতে প্রধান দেওয়ানের পদ লাভ করেন। কোম্পানীর সময়ে অনেক দিন পর্য্যন্ত রায়রায়ানের পদ প্রচলিত ছিল। এই প্রকারে মন্ত্রিসভা গঠন করিয়া সুজা উদ্দীন ন্যায়সহকারে শাসনকাৰ্য্য সম্পন্ন করিতে লাগিলেন। র্তাহার শাসনকার্য্যে প্রজাবৰ্গ সন্তুষ্ট হইয়া কায়মনোবাক্যে র্তাহার মঙ্গল কামনা করিতে লাগিল। ক্রমে ক্রমে সমগ্র রাজ্যমধ্যে র্তাহার সম্মান পরিবদ্ধিত হইয়া উঠিল। সৰ্ব্বাপেক্ষ হতভাগ্য জমীদারগণকে কারামুক্ত করিয়া তিনি অক্ষয় কীৰ্ত্তি লাভ করিয়াছিলেন। মুর্শিদকুলী খাঁর সময়ে যে সকল জমীদার বন্দী অবস্থায় ছিলেন, সুজা প্রথমতঃ র্তাহাদের মধ্যে নিরপরাধদিগকে একেবারে মুক্ত করিয়া দেন। যাহাদিগকে কিছু দোষী বলিয়া বিবেচনা করিলেন,তাহাদিগকে সম্মুখে আনয়ন করিয়৷ এই রূপ বলিয়া দেন যে, ভবিষ্যতে র্তাহারা আপনাদের রাজস্বপ্রদানে ক্রটি করিলে তাহাদের জমীদারী অন্তকে দেওয়া হইবে। জমীদারদিগকে মুক্তি দিয়া তিনি তাহাদিগের কর ভারেরও লাঘব করেন, যদিও পরিশেষে অধিক পরিমাণে আবওয়াব প্রচলিত হওয়ায়, জমীদার ও প্রজ উভয়কেই ভারগ্রস্ত হইতে

  • তারিখ বাঙ্গল ও রিয়াজুস, সালাতীণ ।