পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮌ8. মুর্শিদাবাদের ইতিহাস । জন্ত জমীদার ও সাধারণ লোকে অসন্তুষ্ট হয় নাই । সুতরাং কঠোরতাপ্রকাশ অপেক্ষা সদ্ব্যবহারে যে অনেক সময়ে সুচারু রূপে কাৰ্য্য সম্পন্ন হয়, কুলী খাঁর ও মুক্ত খার দৃষ্টান্ত তাহার প্রকৃষ্ট প্রমাণ। এক্ষণে আমরা স্বজা খাঁর রাজস্ববন্দোবস্তের আনুপূৰ্ব্বিক বিবরণ প্রদান করিতেছি । পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, কুলী খাঁ সমস্ত বঙ্গরাজ্যকে ১৩ সংশোধিত জমাদারী চাকলায় বিভক্ত করিয়া, তাহাদিগকে ২৫ বন্দোবস্ত । জমীদারী বা এহতিমামবন্দীতে ও ১৩ জায়গীরে বিভাগ করেন। তাহার মধ্যে ২৫ জমীদারীতে যত টাকা রাজস্ব খালসা সরিফার জন্ত নির্দিষ্ট হইয়াছিল, সুজা খাঁ তাহ অতিরিক্ত মনে করিয়া তাহা হইতে ৪২, ৬২৫ টাকা নাজাই বাদ দেন, এবং খালসার জন্ত কেবল ১, ০৯, ১৮, ৩৮৪ টাকা উক্ত ২৫ জমীদারীতে নির্দেশ করেন । বাঙ্গলা ১১৩৫ সাল বা ১৭২৮ খৃঃ অব্দে তাহার এই সংশোধিত জমা বন্দোবস্ত হয়। আমরা উক্ত ২৫ জমীদারীর ও তাহার অধিকারিগণের আমুপূৰ্ব্বিক বিবরণসহ * প্রত্যেক জমীদারীতে কত টাকা সংশোধিত জমা নির্দিষ্ট হইয়াছিল, তাহার উল্লেখ করিয়া জায়গীর ভূমির বিবরণ ও সুজা থার সময়ে কিরূপ ভাবে আবওয়াব প্রচলিত হইয়াছিল তাহার উল্লেখ করিতেছি। • অধিকারিগণের আমুপুৰ্ব্বিক বিবরণ দেওয়ার উদেশ্য এই যে, তাহ। হইতে বুধ বাইবে যে, বঙ্গদেশে জমীদারগণ কার্যতঃ উত্তরাধিকারী ক্রমেই জমাদারীর অধিকার প্রাপ্ত হইতেন । যদিও সরকার নিজ হন্তে সে অধিকারপ্রদানের ক্ষমতা রাখিয়াছিলেন ।