পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G e W. মুর্শিদাবাদের ইতিহাস । রাজসাহী জমীদারীসংলগ্ন, এবং কাশীমবাজার দ্বীপের পর సి পারে ও তাহার অন্তর্গত কতক ভূখণ্ড লইয় লস্করপুর। চাকলা মুর্শিদাবাদ, আকবরনগর ও ঘোড়াঘাটের মধ্যে লস্করপুর বা পটিয়া জমীদারী বর্তমান ছিল। এই জমীদারীর আয়তন কথঞ্চিৎ ক্ষুদ্র হইলেও ইহার উৰ্ব্বর ভূমিতে নানাবিধ শস্ত ও অপৰ্য্যাপ্ত পরিমাণে রেশম উৎপন্ন হইত। লঙ্করপুর প্রথমে লস্কর র্থ নামে কোন সরকারী কৰ্ম্মচারীর জায়গীররূপে নির্দিষ্ট হইয়াছিল বলিয়া কথিত হইয়া থাকে। পরে বৎসরাচাৰ্য্য নামে কোন সন্ন্যাসী সরকারের সাহায্য করায় উক্ত জমীদারী জায়গীরস্বরূপে প্রাপ্ত হন। এই বৎসরাচাৰ্য্যই পটিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। বৎসরাচার্য্য বিষয়কাৰ্য্যে অনুরক্ত না থাকায় তাহার পুত্ৰ পীতাম্বর লস্করপুর জমীদারীর ভার গ্রহণ করেন। পটিয়ার জমীদারগণ দ্বাদশ ভৌমিকের অন্ততম বলিয়া কথিত হইয়া থাকেন। পীতাম্বরের ভ্রাতুষ্পুত্র আনন্দ প্রথমে রাজা উপাধি প্রাপ্ত হন, এবং তাহার পুত্র রতিকান্ত ঠাকুর উপাধি লাভ করেন। উক্ত বংশের নরনারায়ণ ও দর্পনারায়ণের সময় নাটোরের কামদেব ও রঘুনন্দন র্তাহীদের সরকারে তহশীলদার প্রভৃতির কাৰ্য্যে নিযুক্ত হইয়াছিলেন। রঘুনন্দন পরিশেষে পটিয়ার উকীলও নিযুক্ত হন। রাজা অনুপনারায়ণের সহিত মুর্শিদকুলী খাঁ লঙ্করপুর জমীদারীর বন্দোবস্ত করেন। লস্করপুর জমীদারীতে চাকলা মুর্শিদাবাদের লস্করপুর, মির্জাপুর, ইসলামপুর প্রভৃতি ; চাকলা ঘোড়াঘাটের কাজীহাট, তাহেরপুর ইত্যাদি ও চাকলা আকবরনগরের কোতোয়ালী জেন্নেতাবাদ প্রভৃতি পরগণা অবস্থিত ছিল। ১৫ পরগণায় ১, ২৫, ৫১৬ টাকা জমা ধাৰ্য্য হয় ।