পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cos মুর্শিদাবাদের ইতিহাস। হয়। এই বৃহৎ জমীদারী বাঙ্গলার অনেক স্থানে অবস্থিত ছিল বলিয়া রুকুণপুর জমীদারীর আয়তনের পরিমাণ স্থির না হওয়ায়, ইহার কর অল্প পরিমাণে ধাৰ্য্য হইয়াছিল। বিশেষতঃ প্রধান কাননগো রাজস্ববিষয়ে এক রূপ সৰ্ব্বেসৰ্ব্বী হওয়ায়, তাহার জমীদারীর করবৃদ্ধির সম্ভাবনাও ছিল না। রুকুণপুর জমীদারীর পরগণাগুলির মধ্যে চাকলা মুর্শিদাবাদের চুশাখালি, ফেরোজপুর, চাদপুর, বহুরুল, বিল ভগবানপুর, মহলন্দী, রুকুণপুর, সেরসাবাদ ; চাকলা বৰ্দ্ধমানের আরঙ্গাবাদ, বিনোদনগর ; চাকলা হুগলীর মণ্ডলঘাট ; চাকলা আকবরনগরের আকবরনগর, হাবিলী টড়ি, তেজপুর, দেরসার্ক ; চাকলা জাহাঙ্গীরনগরের সাগরদী, মোকেনাবাদ ; চাকলা ভূষণার জাহাঙ্গীরাবাদ, পাই গাঁ, বাজুরস্ত ; চাকলা ঘোড়াঘাটের আন্দেলগঞ্জ, সেরপুর, বাৰ্ব্বাকপুর প্রভৃতি উল্লেখযোগ্য। সমুদয় ৬২ পরগণায় ২, ৪২, ৯৪৩ টাকা জমা বন্দোবস্ত হয়। মামুদসাহী জমীদারী ভূষণ চাকলার মধ্যে অবস্থিত ছিল। 3 డి সীতারাম রায় ইহার অধিকাংশেরই অধীশ্বর মামুঘসাই ! ছিলেন। র্তাহার উচ্ছেদের পর নলদী প্রভৃতি জমীদারী রাজসাহীর অন্তর্ভূত হইলে, মামুন্সাহী জনীদারীর কতকাংশ নলডাঙ্গ রাজবংশীয়দের পূর্বপুরুষগণের সহিত বন্দোবস্ত হয়। র্তাহারা পূৰ্ব্ব হইতে মামুদসাহীর কতকাংশের জমীদারী ভোগ করিতেন । উক্ত বংশের আদিপুরুষ বিষ্ণুদেব হাজরা সন্ন্যাসীর স্তায় অবস্থান করিতেন ; তিনি বাদসাহী সৈন্তের রসদ প্রদান করিয়া প্রথমে ৫ খানি গ্রামের জমীদারী লাভ করেন। তাহার পর শ্ৰীমন্ত রায় মামুদসাহীরও জমীদারীপ্রাপ্ত হন। উক্ত বংশের চণ্ডীচরণ প্রথমে রাজা উপাধি লাভ করিয়াছিলেন ।