পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । , 6 * > দারী লাভ করেন। তৎপূৰ্ব্বে ইহা মহাপাত্রবংশীয়গণের অধিকারে ছিল, এবং তমলুক প্রাচীন তমলুক রাজগণের সম্পত্তি বলিয়া গণ্য হইতে দেখা যায়। জনাৰ্দ্দনের পঞ্চম পুরুষ আনন্দলাল উপাধ্যায় নিঃসন্তান হওয়ায়, তাহার দূরবর্তী উত্তরাধিকারী গুরুপ্রসাদ গৰ্গ উক্ত মহিষাদলের জমীদারী প্রাপ্ত হন। জাফর খাঁ আননালালের পিতা শুকলাল বা শুকদেবের সহিত তমলুক বা মহিষাদল জমীদারীর বন্দোবস্ত করিয়াছিলেন । ১৬ পরগণার ১,৮৫,৭৬৫ টাকা জমা নির্দিষ্ট হয়। বঙ্গরাজ্যের পশ্চিম প্রান্তস্থিত ও আরাকানরাজ্যের সংলগ্ন সরকার শীলহাট প্রভৃতি লইয়া যে চাকল 있》 শীলহাটের গঠন হইয়াছিল, সেই চাকলা শীল শীলহটি ৷ হাটের জায়গীর ভূমি বাদ দিয়া সমস্ত খালসার জমী লইয়া শীলহাট জমীদারীর উৎপত্তি হয়। সরাল, তাড়াস, তিনসাহী প্রভৃতি প্রসিদ্ধ পরগণ এই জমীদারীর অন্তভূক্ত হয়। জায়গীর বাদে সমস্ত ৩৬ পরগণায় ৭০,০১৬ টাকা জমা বন্দোবস্ত হইয়াছিল। বাদসাহ আরঙ্গজেবের সময় সায়েস্তা খাঁ কর্তৃক চট্টগ্রামের অধিকারের পর পুরাতন সরকার চাটগাঁর সহিত २९ যুক্ত হইয়া, উক্ত প্রদেশ ইসলামাবাদ নামে ইস্লামাবাদ বা চাটগ। অভিহিত হয়। কুলী খাঁ তাহাকে একটা স্বতন্ত্র চাকলারূপে নির্দেশ করিয়াছিলেন। সেই চাকলার অন্তর্গত ৪টা বৃহৎ ও ১৪০টা ক্ষুদ্র পরগণ ভিন্ন ভিন্ন তালুকদারের সহিত বুলবন্ত হয়। কিন্তু জাফর ধ তাহার সমস্তই জায়গীররূপে নির্দেশ করায়, তাহার জমা হইতে খালসায় কোন রাজস্ব আসিত না। ইসলামাবাদের জমা জায়গীর বন্দোবস্তের উল্লেখকালে প্রদর্শিত হইবে ।