পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t)8 মুর্শিদাবাদের ইতিহাস । রামদেবের সহিত ইহার বন্দোবস্ত হয়। পরে ইহা উক্তবংশীয় গোবিন্দদেব, শিবপ্রসাদ ও বীরেশ্বরের মধ্যে তিন ভাগে বিভক্ত হয়। ১১ পরগণায় ৬৪,২৪৯ টাকা জমা নির্দিষ্ট হইয়াছিল। (৭) আটিয়া, কাগমারী, বড়বাজু, হোসেনসাহী ; চাকলা ঘোড়াঘাটের অন্তর্গত এই জমীদারীগুলি ১০ পরগণায় ৬৭, ৮৮৩ টাকায় বন্দোবস্ত হইতে দেখা যায়। এই সমস্ত জমীদারীসম্বন্ধে পরে এইরূপ অবগত হওয়া যায় যে, আটিয়া, ক্ষুদ্র নওয়াজ, নবী ও সানওয়াজ নামে তিন জন ফকীরের মধ্যে বিভক্ত হইয়াছিল। তন্মধ্যে প্রথমোক্ত অৰ্দ্ধাংশের, ও অন্ত দুই জন অপরাদ্ধের উপস্বত্ব সমভাবে ভোগ করিতেন। কাগমারীতে রামনাথ ও চাদ নামে দুইজন জমীদারের উল্লেখ দৃষ্ট হয়। বড়বাজু হোসেনসাহীর বার আনা রজব আলি ও মহম্মদ সকতের ও অবশিষ্টাংশ হরিদেব ও রঘুরাম প্রভৃতির মধ্যে বিভক্ত হইয়াছিল। (৮) সালবাড়ী ; ইহা সরকার বাজুয়ার অন্তর্গত । এই প্রসিদ্ধ পরগণাই একটা স্বতন্ত্র জমীদারীরূপে গণ্য হইয়া ১ পরগণায় ৫৭,৪২১ টাকা জমা ধাৰ্য্য হইয়াছিল। ইহা পরে ১৬ জন ভিন্ন ভিন্ন জমীদারের মধ্যে বিভক্ত হয়। তন্মধ্যে রজী উদ্দীন ও বদ্য-উল-জমান অৰ্দ্ধাংশ, আবুতোরাব ও মুরীরাম এক চতুর্থাংশ ও অবশিষ্ট গঙ্গা, লক্ষ্মীনারায়ণ, গোপাল, রুদ্ররাম, কুলপ্রসাদ প্রভৃতির মধ্যে বিভক্ত হইয়া যায়। (৯) তাহিরপুর, বাৰ্ব্বাকপুর ও মসেদহ ; ইহারা সরকার বাৰ্ব্বাকাবাদ ও চাকলা ঘোড়াঘাটের অন্তর্গত, এই তিনট ভিন্ন ভিন্ন জমীদারী ৩ পরগণায় ৫৫, ৭৯১ টাকায় বন্দোবস্ত হয়। তাহিরপুর পরিশেষে রাঘবেন্দ্র ও নরেন্দ্র নারায়ণের মধ্যে, বাৰ্ব্বাকপুর শিবনাথ ও দুর্গানাথের মধ্যে বিভক্ত ও মসেদহ দত্তনাথের সহিত বন্দোবস্ত হইতে দেখা যায়। ( ১০ )