পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q>\。 মুর্শিদাবাদের ইতিহাস। ও ফতেজঙ্গপুর ; ইহার চাকলা ঘোড়াঘাটের মধ্যবৰ্ত্তী। প্রথমে এই তিনট ভিন্ন ভিন্ন জমীদারী ছিল, পরে দিনাজপুর জমীদারীর অন্তর্গত হইয়া যায়। ৯ পরগণায় ১,••,৪৮৩ টাকা জমা ধাৰ্য্য হয়। (১৭) পুখুরিয়া ও জাফরসাহী ; এই জমীদারী সরকার বাজুয়ার অন্তর্গত ছিল। পরবর্তী কালে প্রথমটা রাজসাহী ও দ্বিতীয়টা জালালপুর জমীদারীর অন্তর্নিবিষ্ট হয়। ৫ পরগণায় ৫৪,৫১৯ টাকা জমা বন্দোবস্ত হইয়াছিল। (১৮) মাইহাটী ; ইহা সরকার সাতগার অন্তর্গত, এই জমীদারী সতীরামের সহিত ১৫ পরগণায় ২৮,৮৩১ টাকায় বন্দোবস্ত হয়। পরবর্তী কালে ইহার ‘অন্তর্গত মাইহাটী পরগণা টাকী-শ্ৰীপুরের চৌধুরীগণের অধিকারে দেখা যায়। (১৯) হুজুরী তালুকদারান ; উপরোক্ত জমীদারী ব্যতীত চাকল, মুর্শিদাবাদ ও সাতগার অন্তর্গত যে ৯৮ জন ক্ষুদ্র তালুকদার খালসাতে রাজস্ব প্রেরণ করিতেন, তাহাদিগকে হুজুরী তালুকদারান বলিত। ঐ সমস্ত তালু কের মধ্যে ধাওয়া, ধাতুম, কোয়,আকবরপুর,আকবরসাহী,সরফরাজপুর, ছুটিপুর, গোপীনাথপুর, কাশীপুর, কাহিগঞ্জ, দাতিয়া,সেলিমপুর, কুতুবপুর, মকিমপুর, উজীরাবাদ, জয়পুর প্রভৃতি প্রধান। ঐ সকল ক্ষুদ্র তালুকের মধ্যে সরফরাজপুর রাজা বসন্তরায়ের বংশধরগণের অধিকারভুক্ত ছিল। সরফরাজপুরের কতকাংশ কিসমৎ • আমীরাবাদ নামে যশোহরের ফৌজদার নূরউল্লা র্যার দেওয়ান রামভদ্র রায়ের জমীদারী হয়। ঐ সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র তালুক ২ পরগণায় বিভক্ত হইয়া ৯৫,৮৫৫ টাকায় বন্দোবস্ত হইয়াছিল। (২) আকবরনগর বা রাজমহলের শুষ্ক প্রভৃতি ; ইহা ২ পরগণায় বিভক্ত হইয়া ৫৪,৪৩২ টাকায় বন্দোবস্ত হয়, পরিশেষে তাহা কাকজোল বী রাজমহল জমীদারীর অন্তভুক্ত হইয়াছিল। (২১) খুচরা মহলি ;