পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ > ア মুর্শিদাবাদের ইতিহাস । আলি জায়গীর নির্দিষ্ট হইয়াছিল। নিজামতের সকল প্রকার, এমন কি নাজিমের নিজ গৌরবের জন্য যে সাত হাজার অশ্বারোহী সৈন্ত রক্ষা করিতে হইত, তাহারও ব্যয় এই জায়গীর হইতে সম্পন্ন হইতে দেখা যায়। পূর্বে বাঙ্গলার ৩৪ সরকারের মধ্যে ২১ সরকার, ২৯৬ পরগণা ও কিসমতে এই জায়গীর বিক্ষিপ্ত ছিল । ক্রমে ইহার পরগণার সংখ্যা হ্রাস করিয়া উৰ্ব্বর ভূখণ্ড সকল ইহার জন্ত নির্দেশ করা হয়। সেই কারণে ঢাকা ও হিজলীর মধ্যে ইহার অৰ্দ্ধাংশ ও অপরাদ্ধাংশ যশোহর, রাজসাহী, কৃষ্ণনগর ও দিনাজপুরের মধ্যে নির্দিষ্ট হইয়াছিল। কোম্পানী কর্তৃক দেওয়ানীগ্রহণের পূর্ব পর্যন্ত এই জায়গীর ভূমিসমূহের বন্দোবস্তের ভার নিজামতবংশীয়দিগের হস্তে দেখা যায়। বাদসাহী সেরেস্তার রকমী জমায় ইহার আয় ১৬,০৫,৬৯৩ টাকা লিখিত থাকিলেও কুলী খাঁ ও সুজা খার বন্দোবস্তে ইহার যথার্থ আয় ৬০ পরগণায় ১৪,৭৪,৪৬৫ টাকা ধাৰ্য্য হয় । - বাদসাহী দেওয়ানের নিজের ও কৰ্ম্মচারিগণের ব্যয়ের জন্ত 를 বন্দেওয়ালা দরগা জায়গীর নির্দিষ্ট হর। ইহার বলেওয়াল দরগা। আয় হইতে দেওয়ানের গৌরবার্থে নিযুক্ত চারি হাজার সৈন্ত ও আড়াই হাজার অশ্বারোহীর ব্যয়ও নিৰ্ব্বাহ হইত। বাহিরবন, ভিতরবন্দ, ও রঙ্গপুরের অনেক ভূভাগ এই জায়গীরের অন্তভুক্ত হয়। পূৰ্ব্বে ৯৭ পরগণা ও কিসমতে ইহ বিস্তৃত ছিল, এবং বাদসাহী সেরেস্তার রকমী জমায় ২,৯২,৫• • টাকা লিখিত হইত। কিন্তু নুতন বন্দোবস্তে ২০ পরগণায় ১,৪৬২৫• টাকা জমা বন্দোবস্ত হইয়াছিল।