পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । ○ R.> ভোগ করিতেন। উক্ত চারি জন জমীদারের মধ্যে ত্রিপুরারাজের বিষয় পুৰ্ব্বে বর্ণিত হইয়াছে। মুসঙ্গের ব্রাহ্মণ রাজগণ অস্থাপি মহারাজ উপাধিতে ভূষিত হইয়া আসিতেছেন। পাৰ্ব্বত্য গারো জাতিদিগকে র্তাহার দমন করিতেন বলিয়া, মুসঙ্গের রাজাদিগকে জায়গীর প্রদান করা হয়। মোগল রাজত্বের পূৰ্ব্বে র্তাহার এক রূপ স্বাধীন রাজাস্বরূপ ছিলেন। অপর দুই জন জমীদারের বিষয় বিশেষ কিছু জানা যায় না । ২ পরগণায় ইহার ৪৯,৭৫০ টাকা জমা বন্দোবস্ত হইয়াছিল । বাঙ্গলার ভিন্ন ভিন্ন স্থানের ধাৰ্ম্মিক ও বিদ্বান ব্যক্তিগণের বৃত্তির জন্য এই জায়গীর নির্দিষ্ট হয়। বৰ্দ্ধমানে, ማ রাজমহলে, পাণ্ডুয়ার মসজীদের নিকট ও পূর্ণি- মদংমীশ । য়ার মধ্যে ইহার ভূমি সাধারণতঃ অবস্থিত ছিল। ৭ পরগণায় ২৫, ৬৬৫ টাকা জমা স্থির হয় । শীলহাট প্রভৃতি প্রদেশের কতিপয় জমীদার ও অন্তান্ত ব্যক্তির বার্ষিক বৃত্তির জন্য জায়গীর সালিয়ান্দারানের * কৃষ্টি হয়। ঐ সমস্ত প্রদেশেই তাহার ভূমি সালিয়ানারান ! নির্দিষ্ট হইয়াছিল। সেই সমস্ত ভূমি ৯ পরগণায় বিভক্ত হইয় ২৫, ৯২৭ টাকায় তাহার জমা বন্দোবস্ত হয়। মুসলমান ব্যবস্থাশাস্ত্রে বিশেষরূপ অভিজ্ঞ দুই জন মৌলবীর বৃত্তির জন্য জায়গীর ইনাম-আল-তঙ্গ নির্দিষ্ট ఇ হয় । বাঙ্গলার মধ্যে কেবল এই ইনাম-আল-তঙ্গ । জায়গীরই উত্তরাধিকারীক্রমে ভোগ করার নিয়ম ছিল। তাহার ভূমি ১ পরগণারূপে গণ্য হইয় ২,১২৭ টাকা জমা ধাৰ্য্য হয়। - ফ