পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২৬ মুর্শিদাবাদের ইতিহাস । ফৌজদারেরা যেরূপ মনে করিতেন, সেই খানে সেই রূপ ভাবেই তাহাই নিৰ্দ্ধারিত হইত। কোন কোন স্থানে তাহ কিরূপ ভাবে ধাৰ্য্য হইয়াছিল, নিম্নে তাহার উল্লেখ করা যাইতেছে (১) শীলহাট প্রভৃতির আবওয়াব ফৌজদারী,—( ক ) শলহাটে কৃষি ও বাণিজ্যের উন্নতি না থাকায় অল্প পরিমাণে তাহার ১,৫৯,৫৩৫ টাকা মাত্র আবওয়াব ধাৰ্য্য হয় । (খ ) পূর্ণিয় হইতে নানা দ্রব্য উৎপন্ন ও বাণিজ্যাদিতে তাহার যথেষ্ট অর্থাগম, এবং সৈফ খ ও আলিবর্দীর দ্বারা তাহার যথেষ্ট উন্নতি হইলেও, তাহার আবওয়াবও কিছু কম করিয়া ধাৰ্য্য করা হইয়াছিল। সমগ্র পূর্ণিয়ায় ২,৮৩,৩২৭ টাকা ফৌজদারী আবওয়াব নির্দিষ্ট হয়। (গ) ত্রিপুরা-রোসেনাবাদেও ঐরূপ বন্দোবস্ত হয় ; তাহার পরিমাণ ১,৮৪,৭৫১ টাকা । (ঘ) নিখাস বা মুর্শিদাবাদ সহরে অশ্ব ও অন্তান্ত পশুবিক্রয়ের রসুম বা শুন্ধের জন্য ১১,৬৭৯ টাকা কর ধার্য হয়। (ঙ) থানাজাত ; রাজ্যের যে যে স্থানে সৈন্তগণ অবস্থান করিত, তাহাদিগকে সাধারণতঃ থানা বলিত। ঐ সমস্ত থানার নিকটে সৈন্যদিগের আবশুকীয় দ্রব্যাদির সরবরাহের জন্য এক একটা বাজার বসিত। সৈন্যাধ্যক্ষের আদেশে এক জন প্রহরী তাহার তত্ত্বাবধান ও শান্তিরক্ষার জন্য নিযুক্ত হইত। উক্ত বাজারে যে সমস্ত মাদক দ্রব্য ও অন্যান্য দ্রব্যের আমদানী হইত, তজ্জন্য শুল্ক প্রদান করার ব্যবস্থা করা হয়। প্রথমে তাহ সরকারের কৰ্ম্মচারিগণের লভ্য ছিল, পরে তাহ সরকারের প্রাপ্যই স্থির হয়। উক্ত থানাদারী আবওয়াবের মধ্যে কাটোয়া হইতে ৪৮,০০০, রাঙ্গামাটী হইতে হাতী ধরার খরচ সমেত ২৪,০০০, ভূষণার নলদী থানা