পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qab" মুর্শিদাবাদের ইতিহাস । এই রূপে রাজস্ববিষয়ে সুবন্দোবস্ত করিয়া মুজ খাঁ অন্যান্ত অস্থান্ত বঙ্গোৰন্ত এবং বিষয়ের বন্দোবস্তে মনোনিবেশ করেন । नछिप्न फोक्ष्ज्वप्न ७ তাহাদের মধ্যে র্তাহার সৈনিক বিভাগের মোরাদ ফরাসের বন্দোবস্তই মুখ্যতম। মুর্শিদকুলী খী সৈন্ত गबिनव। সংখ্যার অনেক লাঘব করিয়াছিলেন, এবং তাহাদের মধ্যে অনেকগুলি রাজস্বসংগ্রহের জন্ত নাজির আহম্মদের অধীনে রক্ষিত হইয়াছিল। মুজ খাঁ উপযুক্ত পরিমাণ সৈন্ত রক্ষা করা প্রয়োজন মনে করিয়া ২৫ হাজার সৈন্তের বন্দোবস্ত করেন। তন্মধ্যে অৰ্দ্ধাংশ অশ্বারোহী ও অৰ্দ্ধাংশ পদাতি ছিল। পদাতিকের অন্যান্য অস্ত্রের সহিত বন্দুকও ধারণ করিত। এই সমস্ত বন্দোবস্তের সময় তিনি নাজির আহম্মদ ও মোরাদ ফরাসের অত্যাচারের অনুসন্ধানে প্রবৃত্ত হন। বাঙ্গালার একমাত্র সন্ত্রাস্ত শ্ৰেণী জমীদারগণ যে তাঁহাদের অত্যাচারে জর্জরিত হইয়াছিলেন, নবাব সুজা খার নিকট যথেষ্ট পরিমাণে তাহার প্রমাণ উপস্থিত হয়। তাহাদের অত্যাচারের মাত্রা নবাবের নিকট এরূপ কঠোর বোধ হইয়াছিল যে,তিনি বিচারশেষে নাজির আহম্মদ ও মোরাদ ফরাসের প্রাণদণ্ডের আদেশ প্রদান ও তাহদের সম্পত্তি বাজেয়াপ্ত করিতে বাধ্য হইয়াছিলেন। মুর্শিদকুলী খার সময়ে তাহার কৰ্ম্মচারিগণ কর্তৃক জমিদারগণের উৎপীড়নের ব্যাপার র্যাহারা একেবারেই অস্বীকার করিতে চাহেন, আমরা তাহাদিগকে নাজির আহম্মদ ও মোরাদ ফরাসের শাস্তির বিষয় এক বার বিবেচনা করিয়া দেখিতে অনুরোধ করি। নাজির আহম্মদ ও মোরাদ ফরাসের অত্যাচার অতি কঠোর না হইলে, নবাব সুজাউদ্দীনের স্থায় হৃদয়বান নবাব কদাচ তাঁহাদের প্রাণদণ্ডের আদেশ প্রদান করিতেন না ।