পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y2 ○b* মুর্শিদাবাদের ইতিহাস । সসৈন্তে রাজার রাজধানী অভিমুখে যাত্র করেন, এবং তাহার সৈন্তগণ চকওয়ারের রাজধানীতে প্রবেশ করিয়া লুণ্ঠন ও গৃহে অগ্নি প্রদান করে। রাজার এক দল সৈন্ত কিছু ক্ষণ যুদ্ধ করিয়াছিল, কিন্তু ফৌজদার দরিয়াপুরস্থ নিজ শিবির হইতে অধিক সংখ্যক সৈন্ত আনয়ন করায় তাহার পরাজিত হয়, ও অবশেষে সমস্ত চকওয়ার প্রদেশ আলিবর্দীর অধীনে আইসে। ভোজপুরের সুন্দর সিংহ ও নামদার র্থ প্রভৃতি প্রথমে বিদ্রোহিত্যচরণের চেষ্টা করিলেও পরিশেষে বহুত স্বীকার করিতে বাধ্য হন। এই সমস্ত ঘটনার পূৰ্ব্বে তিনি এক বার মুর্শিদাবাদে গমন করিয়া নবাবকে যথারীতি সন্মান প্রদর্শন করেন,এবং নবাব কর্তৃক অভ্যর্থত হইয়া আজিমাবাদে প্রত্যাগমন পূর্বক সমস্ত প্রদেশে শাস্তিস্থাপনে প্রয়াসী হন। তিনি সৈন্ত সংখ্যা বৃদ্ধি, প্রজাগণের অনুরাগ আকর্ষণ এবং বিদ্রোহী জমীদার ও অন্তান্ত লোকদিগকে বশে আনয়ন করিয়া সমস্ত প্রদেশে স্বশাসনের ব্যবস্থা করেন। নিকটবৰ্ত্তী স্থানে যে সমুদয় লোক যুদ্ধবিদ্যায় অভ্যস্ত ছিল, তাহাদিগকে আনয়ন করিয়া সৈনিক কাৰ্য্যে নিযুক্ত করিয়াছিলেন। এই সময়ে আবদুল করিম নামে এক জন রোহিলা আফগানের অধীন ১৫ শত আফগান সৈন্ত ছিল । তৎকালে আবদুল করিমের ন্যায় বলবান ও ক্ষমতাশালী লোক বিহার প্রদেশে দৃষ্ট হইত না। আলিবর্দী তাহাকে আপনার প্রধান সৈনিক কৰ্ম্ম cवाक्षt३ कब्रिग्न cकोअशांब्र *ाप्लेनांब्र चाणिवृकौं पॅtब्र निकü cथब्र१ कब्रिग्नছিলেন। ইংরাজ সেনাপতি হলফুম্ব সেই সমস্ত ঝোড় দর্শন করিয়াছিলেন। তিনি প্রথমে তাঁহাতে মৎস্ত বোঝাই মনে করেন, পরে প্রকৃত রহস্ত অবগত, হইয়াছিলেন । • * → - (Holwell's Historical Events Pt. I. Chapt. II.)