পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 88 মুর্শিদাবাদের ইতিহাস । হইতে মুক্তি লাভ করিলে, মীরজাফর নূতন উৎসাহের সহিত স্থলপথ ও জলপথ উভয় দিক দিয়া পুনৰ্ব্বার অবরোধক্রিয়া আরম্ভ করিলেন । ক্রমে ক্রমে বাকিবাজারে খাদ্য দ্রব্যের অভাব হওয়ায়, যাবতীয় দেশীয়গণ উক্ত নগর পরিত্যাগ করিয়া প্রস্থান করিতে আরম্ভ করিল, কেবল ইউরোপীয়েরা দুর্গ রক্ষা করিতে সচেষ্ট হয়। ১৪ জন মাত্র ইউরোপীয় এরূপ অব্যৰ্থ ভাবে গোলা বর্ষণ আরম্ভ করিল যে, মোগল সৈন্যের মধ্যে এক জনও পরিখার বাহিরে আসিতে সাহসী হইল না । অবশেষে দুর্ভাগ্যক্রমে একটী গোলার আঘাতে জৰ্ম্মান অধ্যক্ষের দক্ষিণ হস্ত ছিন্ন হওয়ায়, তিনি রাত্ৰিযোগে আপন স্বজাতীয় গণের সহিত নৌকারোহণে প্রস্থান করিতে বাধ্য হন। ভাগীরথীর মুখের দিকে এক খানি জৰ্ম্মান জাহাজ নঙ্গর করিয়াছিল, তাহার তাহাতেই আরোহণ করিয়া ইউরোপাভিমুখে যাত্রা করেন। প্রাতঃকালে মোগল সৈন্যেরা জৰ্ম্মান কুঠা অধিকার করিয়া কোনও মূল্যবান্‌ দ্রব্য প্রাপ্ত হয় নাই। কেবল কয়েকট কামান ও যৎসামান্য গোলাগুলি মাত্র পতিত ছিল। মীরজাফর দুর্গটকে ভূমিসাৎ করিলেন, এবং জমীদারের হস্তে বাকিবাজার অর্পণ করিয়া বিজয়দম্ভে হুগলীতে প্রত্যাবৃত্ত হইলেন ।

  • অষ্টেণ্ড কোম্পানীর সময়নির্দেশসম্বন্ধে নানা প্রকার মত দেখিতে পাওয়া যায়। তারিখ বাঙ্গলার মতে মুর্শিদকুলী খণর রাজত্বসময়ে জর্দান বণিকগণসম্বন্ধীয় যাবতীয় ঘটনা সংঘটিত হইয়াছিল। তারিখে তাহাদিগকে আলিমান ৰলিয়া উল্লেখ করা হইয়াছে। অর্শ্বে সাহেবের মতে ১৭৪৮, খৃষ্টাব্দে আলিবন্ধী খণর রাজত্বকালে, জৰ্ম্মান বশিকগণ বঙ্গদেশ হইতে footsy's on 1 or otten stria Selections from the Unpublished Records of Government wins of swim fossotten co, **** থষ্টাৰে জৰ্ম্মানগণ বঙ্গদেশে বাণিজ্য স্থাপন করিবার জন্য বিশেষ রূপ চেষ্টা