পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় { G86. মুজা উদ্দীন আপন উদারতাপ্রযুক্ত সম্রাট ফরথসের ও পূৰ্ব্ব পূৰ্ব্ব নবাবগণের প্রদত্ত আদেশ অনুযায়ী ইংরাজ ও ফরাসী ইংরাজ ও ফরাসীদিগের অবাধ বাণিজ্যে হস্ত- বশিকগণ । ক্ষেপ করেন নাই। এই সময়ে ইউরোপীয় বণিকগণ বাণিজ্যব্যাপারে বিশেষ লাভবান হইতেছিলেন । র্তাহার রাজত্বসময়ে ইংরাজদিগের সহিত একটী গোলযোগ উপস্থিত হয়। এই সময়ে কলিকাতায় ইংরাজদিগের ক্ষমতা প্রবল হইতেছিল। ১৭২৬ খৃষ্টাব্দে ইংরাজের কলিকাতায় মেয়র বা নগরবিচারকের পদ স্বষ্টি করেন এবং মান্দ্রাজের বিচারপ্রথার ন্যায় কলিকাতায়ও বিচারকার্য্য চলিতে থাকে। এক জন মেয়র ও কয়েক জন অল্ডারম্যান ইহার কার্য্য নিৰ্ব্বাহ করিতেন, বলা বাহুল্য র্তাহারা সকলেই ইংরাজ * এই রূপে যেমন কলিকাতার শ্ৰীবৃদ্ধি হইতেছিল, বাঙ্গলায়ও ইংরাজদিগের ক্ষমতা সেই রূপ প্রসারিত হইতে আরম্ভ হয়। রেশমপরিপূর্ণ র্তাহাদের এক খানি নৌকা হুগলীর ফৌজদারকর্তৃক অবরুদ্ধ হইলে, কলিকাতা হইতে এক দল সৈন্ত প্রেরিত হইয়া ফৌজদারকে ভয় প্রদর্শনপূর্বক রেশম ও অন্তানা যাবতীয় দ্রব্যের উদ্ধার সাধন করে । এই ব্যাপার নবাবের কর্ণগোচর হইলে, তিনি ইহাকে গুরুতর অপরাধ বলিয়া মনে করিলেন। অচিরাং দেশীয়গণের উপর এইরূপ আদেশ প্রদত্ত হইল যে, করিয়াছিলেন, কিন্তু ইংরাজদিগের প্রবল প্রতিযোগিতায় কৃতকাৰ্য্য হইতে পারেল নাই । কিন্তু অষ্টেণ্ড কোম্পানীর ইতিহাসে দেখিতে পাওয়া খায় যে, ১৭৩০ খৃষ্টাব্দে তাহদের কুঠী বর্তমান ছিল, ও ১৭৩৩ খৃষ্টাব্দে তাছাদের শেষ জাহাজ কয়েক খানি বাঙ্গল পরিত্যাগ করে। Stewart's Bengal p. p. 263-266.)

  • Marshman's Bengal P. 98.