পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ ৪৩ মুর্শিদাবাদের ইতিহাস । কলিকাতা বা তদধীনস্থ অন্য কোন ইংরাজ কুঠতে কেহ শস্তাদি প্রদান করিতে পরিবে না। ইহাতে ইংরাজের অত্যন্ত বিপদগ্ৰস্ত হইয় পড়েন। র্তাহারা অবশেষে যথেষ্ট পরিমাণে অর্থ প্রদান করিয়া ও আপনাদিগের দুর্ব্যবহারের জন্ত ক্ষমা প্রার্থনা করিয়া, এই দায় হইতে নিস্কৃতি লাভ করেন। * এই রূপে অব্যাহতি পাইয়া ইংরাজের অবাধ বাণিজ্য বিস্তার করিতে আরম্ভ করেন। যদিও এই সময়ে তাহদের বাণিজ্য দিন দিন প্রসারিত হইতেছিল, তথাপি স্ববন্দোবস্তের অভাবে তাহারা তাদৃশ লাভ করিতে পারিতেন না । ইংরাজেরা বৎসরে শতকরা ৮ টাকা হারে লাভ করিতেন, কিন্তু ওলন্দাজদিগের ২৫ টাকা হারে লাভ হইত। ইহার কারণ এই যে, ইংরাজ কোম্পানীর প্রতিনিধিগণ গুপ্ত ব্যবসায় পরিচালনের জন্ত সৰ্ব্বদা ব্যস্ত থাকিতেন। কোম্পানীর বাণিজ্যের প্রতি র্তাহাদের তাদৃশ মনোযোগ ছিল না। যদিও কলিকাতার উচ্চপদস্থ কৰ্ম্মচারিগণ তিন শত টাকার অধিক বেতন পাইতেন না, কিন্তু তাহারা যেরূপ বিলাসাড়ম্বরে সময় অতিবাহিত করিতেন, তাহ উক্ত বেতনের দ্বারা সংকুলান হইত কি না সন্দেহ । গুপ্ত ব্যবসায়ের লাভ হইতে র্তাহাদের বিলাসলালসা পরিপূর্ণ হইত। মুসলমান-রাজত্বে বাস করিয়া, চতুর্দিকে বিলাসের স্রোত প্রবাহিত দেখিয়া, তাহারা যে সে স্রোতে অঙ্গ ঢলিয়া দিবেন, ইহাতে আর আশ্চৰ্য্য কি ? সম্রাট ফরখ সেরের অনুগ্রহে তাহাদের হৃদয়ে বিপদের কিছু মাত্র আশঙ্কা ছিল না, আপনাদিগের সুখভোগের জন্ত যাহা অভিলাষ করিতেন, কামন্ত্রঘা বঙ্গভূমি হইতে তাহ অনা

  • Stewart p. 260.