পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । , 《8억 য়াসে সম্পন্ন হইত। কত কত সাগর, পৰ্ব্বত লঙ্ঘন করিয়া, আত্মীয় স্বজনকে দূরে পরিহার করিয়া, একমাত্র অর্থান্বেষণের জন্ত তাহারা এই ভারতবক্ষে পদার্পণ করিয়াছিলেন, যদি সুখভোগের জন্ত সে অর্থ ব্যয়িত না হইল, তবে তাহার জন্য এত কষ্ট স্বীকার কেন ? এবং সেই অর্থ উপার্জনের জন্য যদি ক্ষীণপ্ৰাণ ভারতবাসিগণ বিপন্ন হয়, তাহার জন্ত তাহারা দায়ী হইতে পারেন না। অর্থোপার্জন ও মুখস্বচ্ছন্দ্যে জীবনযাত্রা নিৰ্ব্বাহ করা তাহদের একমাত্র উদ্দেশু। ছিল, এবং তাহারা সাধ্যানুসারে তাহ প্রতিপালনের চেষ্টা করিতে ক্রট করিতেন না। ফলতঃ এই সময়ে কলিকাতাস্থ ইংরাজগণ অত্যন্ত বিলাসপরায়ণ হইয়া উঠেন। ইংরাজ কোম্পানীর সর্বপ্রধান কৰ্ম্মচারী ও র্তাহার অধীনস্থ অন্তান্ত কৰ্ম্মচারিগণও ষড়শ্বসংযুক্ত শকটে আরোহণ করিয়া ভাগীরথীতীরস্থ নব নগরী কলিকাতাহদয়ে সৰ্ব্বদা আতঙ্ক উপস্থিত করিতেন, এবং সঙ্গীতমুধায় কর্ণ শীতল করিতে করিতে তাহদের ভোজনকাল অতিবাহিত হইত। * ইংরাজ কৰ্ম্মচারিগণের বিলাসের কথা ইংলণ্ডে রাষ্ট্র হইলে ডিরেক্টর, গণ র্তাহাদের উক্ত ব্যবহারের জন্ত যথেষ্ট ভংসনা করিয়া পত্রাদি লিখিয়াছিলেন, কিন্তু তাহার সে অভ্যাস পরিত্যাগ করিতে পারিয়াছিলেন কি না, সে বিষয়ে বিশেষ রূপ সন্দেহ আছে। ফরাসী বণিকগণ কিন্তু অত্যন্ত সতর্কতার সহিত র্তাহাদের বাণিজ্যকাৰ্য্য পরিচালন করিতেছিলেন । র্তাহার এই সময়ে কাৰ্য্যদক্ষ রাজনীতিবিশারদ সুচতুর ডিউপ্লের পরামর্শে কাৰ্য্য করিতেন। ডিউপ্লে ১৭৩৩ খৃষ্টাব্দ হইতে ১৭৪২ অব্দ পর্য্যন্ত চন্দননগরের শাসনকর্তার পদে প্রতিষ্ঠিত

  • Marshman p. 104.