পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । , (?& X বার্ষিক ৫০০০ হাজার টাকা অতিরিক্ত রাজস্বপ্রদানে আদিষ্ট হন। তদবধি ত্রিপুরারাজগণ কেবল চাকলা রোসেনাবাদের জন্য বাঙ্গলার জমীদার শ্রেণীর অন্তর্নিবিষ্ট হইয়া আসিতেছেন। এই সময় হইতে র্তাহাদের সম্পূর্ণ স্বাধীনতার খৰ্ব্ব হয়। বর্তমান সময়ে ত্রিপুরারাজ পাৰ্ব্বত্য ত্রিপুরায় স্বাধীন ও চাকলা রোসেনাবাদে ব্রিটিশ গবর্ণমেণ্টের সম্পূর্ণ অধীন। ১৭৩৩ খৃষ্টাব্দে মহম্মদ তকী উড়িষ্যা হইতে স্বীয় পিতার প্রতি সম্মানপ্রদর্শনার্থ মুর্শিদাবাদে আগমন করেন। মুহম্মদ তকী ও সরর্তাহার মুর্শিদাবাদে অবস্থিতিসময়ে, সরফরাজ ফরাজ থ। খার সহিত অত্যন্ত বিবাদ ঘটিয়াছিল, এমন কি উভয়ের মধ্যে রীতি মত যুদ্ধ ঘটিবারও সম্ভাবনা হয়, কিন্তু সুজা উদ্দীন ও বেগমগণের চেষ্টায় সে গোলযোগ মিটিয়া যায়। তাহার পর মহম্মদ তকী কটকে প্রত্যাগমন করেন, এবং পর বৎসরে ভুথায় তাহার মৃত্যু হয়। মহম্মদ তকীর মৃত্যুর পর মুজ খ মুর্শিদকুলী খাঁ বাহাদুরকে রস্তমজঙ্গ উপাধি প্রদান করিয়া উড়িষ্যার শাসন মুর্শিদকুলী ৰ৷ কর্তৃত্ব প্রদান করেন। মুর্শিদ স্বীয় দেওয়ান উড়িষ্যায়। মীর হাবীবকেও উড়িষ্যায় লইয়া যান। মীর হাবীবের যত্নে উড়িযার রাজস্ব বৃদ্ধি ও ব্যয়ের লাঘব হইয়াছিল। মহম্মদ তকীর শাসনকালে পুরুষোত্তমের রাজা জগন্নাথদেবের বিগ্রহ লইয়া উড়িফ্যার সীমা অতিক্রম করিয়া চিল্কা হ্রদের পারে পাৰ্ব্বত্য প্রদেশে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । পুরীর যাত্ৰীগণের নিকট হইতে অনেক কর আদায় হইত বলিয়া সেই সময়ে উড়িষ্যা প্রদেশের প্রায় বার্টুক নয় লক্ষ টাকা আয়ের ক্ষতি হয়। মুর্শিদকুলী খাঁ ও মীর হাবীব প্রথমে পুরুষোত্তমের রাজাকে জগন্নাথের মূৰ্ত্তিসহ পুরী’