পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতারণিকা । 85 কার ও গায়কোয়াড়ের রাজ্য এক্ষণে করদ ও মিত্ররাজ্য বলিয়া পরিগণিত। যে মহারাষ্ট্রীয়গণ এক সময়ে ভারতের একাধীশ্বর হইবে বলিয়া লোকের বিশ্বাস হইয়াছিল, ইংরাজের প্রবল প্রতাপে বীৰ্য্যহীন হইয়া এক্ষণে তাঁহারা ভারতের অন্তান্ত জাতির দ্যায় অবস্থিতি করিতেছে। মহারাষ্ট্রীয় অভু্যদয়কালে মহীশূররাজ্য রাজ-উদেয়ার বংশীয় ক্ষত্রিয়রাজগণকর্তৃক শাসিত হইত, তাহার দ্বারকার মহীশূর। স্বাদববংশ বলিয়া আপনাদের পরিচয় প্রদান করিতেন । ১৭০৪ খৃষ্টাব্দে উক্ত বংশের বিখ্যাত রাজা চিকা দেবরাজের মৃত্যু হইলে, তাহার পর তদ্বংশীয় দুই জনমাত্র রাজা মহীশূরের সিংহাসনে অধিরূঢ় হন। তাহাদের রাজত্বাবসানে উক্ত বংশের কেহ উত্তরাধিকারী না থাকায়, চামরাজ নামে তাহীদের কোন , নিকট আত্মীয় ১৭৩১ খৃষ্টাব্দে মহীশূরের রাজত্ব লাভ করেন। চামরাজ দেওয়ান ও সেনাপতিকর্তৃক বন্দী হইলে উদেয়ার । ংশের দূরসম্পৰ্কীয় চিঙ্কা কৃষ্ণরাজ ১৭৩৪ খৃষ্টাব্দে মহীশূররাজ্যের রাজধানী শ্রীরঙ্গপত্তনের সিংহাসনে উপবিষ্ট হন। ইহারই রাজত্বকালে দাক্ষিণাত্যের সুবিখ্যাত মুসল্মাম্বীর হায়দর আলি মহীশূরের সিংহাসন অধিকার করেন। হায়দরের পূৰ্ব্বপুরুধ ফকিরী অবস্থায় পঞ্জাব হইতে দাক্ষিণাত্যে উপস্থিত হন। হায়দরের পিতা ফতে মহম্মদ সামান্ত কৰ্ম্ম হইতে ক্রমে ফৌজদারের পদে উন্নীত হইয়াছিলেন। ফতে মহম্মদ যুদ্ধে নিহত হইলে হায়দর ও র্তাহার ভ্রাতাভগিনীদিগকে লইয়া হায়দরের মাত, তাহার ভ্রাতা বাঙ্গালোরের কেল্লাদার ইব্রাহিম সাহেবের আশ্রয় গ্রহণ করেন। তথা হইতে হায়দর তাহার ভ্রাতার সহিত মিলিত