পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । Q登○ করা হয়। যশোবন্তই প্রকৃত প্রস্তাবে সমস্ত বিষয়ের তত্ত্বাবধান করিতেন। সরফরাজের ভগিনী নফিস বেগমের অনুরোধে তাহার পুত্র ও সরফরাজের জামাতা মোরাদ আলির * প্রতি নাওয়াড় বা নৌবিভাগের ভার অর্পিত হয়। এই সময়ে রাজবল্লভ নৌবিভাগের মোহরের ছিলেন, এই রাজবল্লভ পরে রাজ রাজবল্লভনামে ইতিহাসে প্রসিদ্ধ হইয়া উঠেন। যশোবন্ত রায় নবাবের আদেশক্রমে রাজস্বসংক্রান্ত যাবতীয় বিষয় পরিদর্শনে প্রবৃত্ত হন। যশোবন্ত নযাব মুর্শিদকুলী খার অধীনে ঐ সমস্ত বিষয় শিক্ষা করিয়া ছিলেন, এবং আপনার সাধুতা, দ্যায়পরতা ও কাৰ্য্যদক্ষতাগুণে অত্যন্ত প্রতিষ্ঠাভাজন হন। তিনি রাজ্যের সুবিধা ও প্রজাবর্গের মুখস্বচ্ছন্দতার জন্য সৰ্ব্বদা সচেষ্ট থাকিতেন । যশোবন্ত মীর হাবীবের প্রচলিত একচেটিয়া বন্দোবস্ত ও শস্তের উপর অতিরিক্ত কর উঠাইয়া দেন। যৎকালে সায়েস্তা আঁ। ঢাকা হইতে দিল্লী যাত্রা করেন, সেই সময়ে তিনি ঢাকার মগরবী কেল্লার পশ্চিম তোরণ-দ্বার নিৰ্ম্মাণ করাইয়া, তাহাতে এইরূপ খোদিত করিয়াছিলেন যে, যদি কোন শাসনকৰ্ত্ত এক সের চাউলের মূল্য এক দামড়ী (পয়সায়) নির্দেশ করিতে পারেন। তাহা হইলে তিনি এই দ্বার উন্মুক্ত কর্তৃত্ব প্রভৃতি প্রাপ্ত হইলে, আমরা দুঞ্জনের অভেদে কথঞ্চিৎ বিশ্বাস করিতে পারিতাম । বিশেষতঃ দুই জনের উপাধির সম্পূর্ণরূপ ও নামেরও কিছু কিছু পার্থক্য আছে । ঢাকাপরিত্যাগের পর যশোবন্ত রায় মুর্শিদাবাদেই অবস্থিতি করিতেন। সরফরাজ ধার রাজত্বকালে তাহাকে একবার রায়রায়ানের পদপ্রদানের প্রস্তাব হইয়াছিল। ফলতঃ মেদিনীপুররাজ যশোৰস্তু সিংহ যশোবস্তু রায় হইতে স্বতন্ত্র ব্যক্তি বলিয়াই আমাদের ধারণা।

  • cशाब्राग्न पत्राणि मग्नल cब्रब1 बैंब्रि गूंज । *

एल