পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় । ® ® ዓ বীরভূমের জমীদার বদ্য-উল-জমান জমীদারীবন্দোবস্তের সময় করপ্রানে স্বীকৃত হইলেও আপনাদের • গাছকে জাতিগত ও বংশগত স্বাধীনতা প্রকাশে वज्ञा-प्लेज-छमोन । ইচ্ছুক হন। তিনি সমস্ত জমীনারীর আয় ফকীর ও ছাত্রদিগের সাহায্যে ও নৃত্যগীতাদি আমোদপ্রমোদে ব্যয় করিতেন । সেই জন্ত সরকারের রাজস্ব প্রদান করিতে পারিতেন না, ও তাহা প্রদান করিতেও অনিচ্ছুক ছিলেন। তিনি নিজে জমীদারীর কোন বিষয় পরিদর্শন করিতেন না। আজম খা ও আলিকুলী খাঁ নামে ভ্রাতৃদ্বয় তাহার জমীদারীর ও সৈন্যগণের তত্ত্বাবধান করিত, এবং নহবৎ খা দেওয়ানের প্রতি সমস্ত বিষয়ের ভার ন্যস্ত ছিল। বদ্য-উল-জমান নবাবের বগুত স্বীকার করিতে অনিচ্ছুক হওয়ায়, মুজা উদ্দীন সরফরাজ থাকে তাহার বিরুদ্ধে প্রেরণ করেন । সরফরাজ বদ্য-উল-জমানকে বগুতা স্বীকার করিতে লিখিয়া পাঠাইয়া, দ্বিতীয় বক্সী মীর সরফ উদ্দীন ও খাজা বসন্তকে সসৈন্তে বৰ্দ্ধমানের পথে প্রেরণ করেন। বদ্য-উল-জমান পরে বশ্যতা স্বীকার করিতে ইচ্ছা করিয়া, সরফ উদ্দীন ও বসন্তের নিকট স্বীকার-পত্র অর্পণ করেন। পরে নিজে মুর্শিদাবাদে আসিয়া নবাবকে সমস্ত অপরাধ ক্ষমা করিতে বলেন, ও বদ্ধমানরাজ কীৰ্ত্তিচন্দ্রকে রাজস্বের জামিন দিয়া বীরভূমে ফিরিয়া যান । - খৃষ্টীয় ১৭৩৭ অব্দের ১১ই অক্টোবর রজনীযোগে গঙ্গাসাগরসঙ্গমে ভীষণ ঝটিকা উথিত হইয়া প্রশাস্ত- ভাগীরথীৰক্ষে সলিলা ভাগীরথীহৃদয় আলোড়ন করিয়া প্রলয়- ভীষণ ঋটিক । কালের স্তায় সংহারমূৰ্ত্তিতে বঙ্গভূমি ধ্বংস করিবার জন্ত প্রায় শত