পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ Q切* মুর্শিদাবাদের ইতিহাস । ক্রোশ পৰ্য্যন্ত ধাবিত হইয়াছিল। নদীর উভয় তীরস্থ গ্রাম, নগরসমূহ ছিন্ন ভিন্ন হইয়া রসাতন্ত্রে প্রবিষ্ট হয়। কত শত গৃহ, অট্টালিকা যে ভূমিসাৎ হইয়াছিল, তাহার ইয়ত্ত করা যায় নাই। কত শত দরিদ্র কৃষকের পর্ণকুটার, কত শত গৃহপালিত পশু স্রোতে ভাসিয়া দিগদিগন্তে বিক্ষিপ্ত হইয়াছিল, কেহই তাহার সংখ্যা করিতে পারে নাই। গগনস্পশী বৃক্ষসমূহ ঝটিকার আঘাতে বসুন্ধরাবক্ষে আশ্রয় গ্রহণ করিয়া পরে সলিলপ্রবাহে ইতস্ততঃ প্রধাবিত হয়। রাশি রাশি শস্তশুপ কেবল সলিলোদরমাত্রই পূর্ণ করিয়াছিল। ফলতঃ সেই ঝটিকান্দোলিত প্রবল সলিলপ্রবাহের মুখে যাহা কিছু পতিত হইয়াছিল, তাহাই ছিন্ন বিচ্ছিন্ন হইয়া চিরদিনের জন্ত বিলয়প্রাপ্ত হয়। যত দূর পর্যন্ত লোকের দৃষ্টি গিয়াছিল, তত দূর পর্যন্ত কেবল পৰ্ব্বতপ্রমাণ সলিলরাশি যেন বিশ্ব গ্রাস করিবার জন্ত ক্রমাগত অগ্রসর হইতেছিল। প্রাণিগণের আর্তনাদে, ঝটিকার ভীষণশব্দে, সলিলপ্রবাহের প্রবল ধ্বনিতে, চতুর্দিক শব্দায়মান হইয়া, যেন প্রলয়কালের দ্যায় প্রতীত হইয়াছিল । ফলতঃ এরূপ ফুরন্ত ঝটিকার আঘাতে বঙ্গভূমি যে নিতান্ত অবসন্ন হইয়াছিলেন, তাহাতে আর সন্দেহ নাই। ভাগীরথীর উভয় তীরস্থ গ্রামসমূহ সমস্তই ধ্বংসপ্রাপ্ত হয়। শস্তরাশি পৃথিবীবক্ষ হইতে একেবারে বিধৌত হইয়া যায়। লক্ষ লক্ষ প্রাণী সলিলোদরে চিরদিনের জন্য বিলীন হইয়াছিল। স্বাভাবিক নদীবক্ষ হইতে প্রায় ২৭২৮ হাত উৰ্দ্ধে জলপ্রবাহ উখিত হইয়া গ্রামনগরাদির ধ্বংস আনয়ন করিয়াছিল। তিন লক্ষ লোক এই ঝটিকায় প্রাণ বিসর্জন দেয় । বিংশতি সহস্ৰ ক্ষুদ্র বৃহৎ জাহাজ ও নৌকা ভাগীরথীগর্ভে প্রবিষ্ট হয়। ইংরাজদিগের ৯খানি জাহাজের মধ্যে ৮ খানি প্রায় ক্রোশাস্তে নিক্ষিপ্ত