পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 মুর্শিদাবাদের ইতিহাস হইয়া যুদ্ধকার্ঘ্যে নিযুক্ত হন, ও আপনার ক্ষমতা প্রকাশ করিতে আরম্ভ করেন । দাক্ষিণাত্যে ক্রমে ক্রমে আপনার আধিপত্য বিস্তার করিয়া হায়দর অবশেষে ১৭৬১ খৃষ্টাব্দে মহীশূরের সিংহাসন অধিকার করিয়া বসেন, এবং বেদমোরপ্রভৃতি স্থান হইতে বহু অর্থ লাভ করিয়া, তিনি দাক্ষিণাজ্যের অনেক স্থান আপনার অধিকারভুক্ত করিয়া লন । হায়দরের প্রভুত্ব বৃদ্ধি দেখিয়া ইংরাজের নিজাম ও মহারাষ্ট্রীয়দের সাহায্যে তাহাকে দমন করিতে প্রবৃত্ত হন । ১৭৬৮-৬৯ খৃষ্টাব্দে ইংরাজদের সহিত যুদ্ধের পর হায়দরকে সন্ধি করিতে বাধ্য হইতে হয় । ইহার পর হায়দরের রাজ্য মধুজী পেশওয়ার সৈন্তকর্তৃক আক্রান্ত হওয়ার, হায়দর মহারাষ্ট্রীয়গণকে দাক্ষিণাত্যের কোন কোন স্থান ছাড়িয়া দেন। ১৭৮০ খৃষ্টাব্দে হায়দর আলি কর্ণাটপ্রদেশ আক্রমণ করিলে ইংরাজদিগের সহিত র্তাহার পুনৰ্ব্বার যুদ্ধ উপস্থিত হয়। কর্ণেল বেলির অধীনস্থ একদল ইংরাজ সৈন্ত নিহত হইলে গবর্ণর জেনেরাল ওয়ারেন হেষ্টিংসের আদেশে সার আয়ার কুট হায়দরের দমনের জন্ত প্রেরিত হন। উভয় পক্ষে ঘোরতর মুদ্ধের পর ১৭৮২ খৃষ্টাব্দে হায়দরের মৃত্যু হইলে তাহার পুত্র টিপু সুলতান অনেক দিন পর্য্যন্ত যুদ্ধ কাৰ্য্য পরিচালন করেন। ১৭৮৪ খৃষ্টাব্দে টিপুর সহিত ইংরাজদিগের এক সন্ধি হয়, তাহাতে পরস্পরের অধিকৃত স্থান পরস্পরকে প্রদান করা হয় । ১৭৯০-৯২ খৃষ্টাব্দ পর্য্যন্ত পুনৰ্ব্বার টিপুর সহিত ইংরাজদিগের যুদ্ধ ঘটে, ইহাকেই দ্বিতীয় মহীশূর যুদ্ধ কহে । এই যুদ্ধে গবর্ণর জেনেরাল লর্ড কর্ণগুয়ালিস স্বয়ং নিজাম ও মহারাষ্ট্ৰীয়গণের সাহায্যে শ্রীরঙ্গপত্তন অধিকার করিতে অগ্রসর হইলে টিপু পুনৰ্ব্বার সন্ধি