পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૯૭8 মুর্শিদাবাদের ইতিহাস। প্রাপ্ত হয় নাই। র্তাহার মৃত্যু আসন্ন জানিয়া সুজা উদ্দীন বিচার ও যুদ্ধসংক্রান্ত সকল কৰ্ম্মচারীকে দুই মাসের বেতন উপহার প্রদান করিয়াছিলেন। প্রত্যেক সৈন্ত, গৃহকৰ্ম্মে নিযুক্ত প্রত্যেক ভৃত্য, এমন কি অন্তঃপুরস্থ সামান্ত দাসী পর্য্যন্ত সে অনুগ্রহ হইতে বঞ্চিত হয় নাই, এবং মৃত্যুর কয়েক দিন পূৰ্ব্বে তিনি তাঁহাদের প্রত্যেকের নিকট আপনার কৃত অপরাধের জন্ত ক্ষমা প্রার্থনা করেন। সুজা উদ্দীন এই প্রকার উদারহৃদয় ছিলেন যে, সাধারণে র্তাহার সহিত পরিচিত ও সকলেই তাহার অনুগ্রহভাজন ছিল। র্তাহার জন্মস্থান বুরহানপুরে যে সমস্ত বৃদ্ধ স্ত্রীলোককে দেখিয়াছিলেন, অথবা যাহাদের কথা স্মরণ বা শ্রবণ করিতেন, তাহাদিগকে যথাযোগ্য সাহায্য করিতে যত্নবান হইতেন। যদি কোন ভদ্রলোক মুর্শিদাবাদে উপস্থিত হইতেন, তিনি তৎক্ষণাৎ তাহার অনুসন্ধান করিয়া তাহার প্রতি বিশেষরূপ শ্রদ্ধা প্রদর্শন করিতেন। তাহার পর সেই ভদ্রলোকের কোন আত্মীয় থাকিলে তাহার আবেদনে তাহার প্রার্থনা পূর্ণ বা আংশিক রূপে পূরণ করিতেন। যদি কাহারও কোন আত্মীয় না থাকিত, তিনি নিজেই যেন তাহার আবেদন পাইয়াছেন, এই রূপ ভাব প্রকাশ করিয়া তাহাকে যথোচিত অর্থ সাহায্য প্রদান করিতেন। যে সমুদয় কৰ্ম্মচারীর দ্বারা তিনি অর্থ সাহায্য প্রেরণ করিতেন, তাহারা গৃহীতার নিকট হইতে তাহার কণামাত্রও গ্রহণে চেষ্টা করিতেন না। এই সময়ে অনেক স্থলে গৃহীতাদের নিকট হইতে অত্যাচারপূর্বক কিঞ্চিৎ কিঞ্চিৎ গ্রহণ করার নিয়ম অনেক স্থলে প্রচলিত ছিল। ৫ কিন্তু সুজা উদ্দীনের

  • মুতাক্ষরণের ইংরাজী অনুবাদক মনে করিয়াছেন যে, মুতাক্ষরাণ

কার ইংরাজ কৰ্ম্মচারীদিগকে লক্ষ্য করিয়া লিখিয়াছেন । তিনি বলেন, DDDD DDDDDDD DDDDDBBBB BBDDD BB BB BBmD