পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○やや মুর্শিদাবাদের ইতিহাস । যে সরল ভাবে সমুদয় প্রকাশ করিত, তাহার উপর নবাব সন্তুষ্ট হইতেন, যে কিছু গোপনের প্রয়াস পাইত,সে তৎক্ষণাৎ তাহার অনুগ্রহ হইতে বঞ্চিত হইত,এবং অপর ব্যক্তি তাহার স্থান অধিকার করিত । র্তাহার সমস্ত জীবনই এই রূপ লোকহিতকর কার্য্যে অতিবাহিত হইয়াছিল। মুতাক্ষরীণকার এই রূপে তাহার অশেষ প্রশংসা করিয়াছেন। মুজা উদ্দীন অত্যন্ত সুবিচারক বলিয়া বিখ্যাত ছিলেন। বিচারকার্য্যে তিনি কাহারও অনুরোধ উপরোধ শ্রবণ করিতেন না । যখন কোন বিচার উপস্থিত হইত, তিনি কাহারও কথা ন শুনিয়া উভয় পক্ষকে আহবান করিতেন, পরে তাহাদিগের প্রত্যেক পক্ষের নিকট হইতে সমস্ত ব্যাপার আনুপুৰ্ব্বিক শ্রবণ করিয়া ধীর ভাবে বিবেচনার পর আপনার আদেশ প্রকাশ করিতেন । কাহারও অনুরোধ বা নিকটস্থ আত্মীয়ের মিনতি তাহাকে স্তায়পথ হইতে বিচলিত করিতে পারিত না। মুতাক্ষরীণকার তাহার বিচার সম্বন্ধে লিথিয়াছেন যে, তিনি এরূপ দ্যায়বান ও স্ববিচারক ছিলেন যে, নিতান্ত দরিদ্র ব্যক্তি র্তাহার স্বীয় পুত্রের দ্যায় সমান ভাবে বিচার প্রাপ্ত হইত। স্তোনভয়ে অভিভূত চটকপক্ষী তাহার বক্ষঃস্থলকে একমাত্র আশ্রয়স্থল বিবেচনা করিয়া, কেবল তাহার শরণাগতপ্রতিপালনের উপর নির্ভর করিয়া তাহারই দিকে অগ্রসর হইত। তাহার প্রজাবৰ্গ নদেরুয়ার রাজ্যের স্থায় তাহার রাজ্যে বাস করিত। এই রূপ সুবিচারে, প্রজাবর্গের প্রতি উদার ব্যবহারে, সাধারণের প্রতি সৌজন্তপ্রকাশে

  • নসেক্লয়। পারস্যদেশের সাসেনীয়াৰংশসস্তুত, তিনি অত্যন্ত ধাৰ্ষিক ब्राजा वणिग्ना कथिउ हिष्णन । ठिनि ss व९नग्न ब्रांछइ कएब्रन, उँशबई ब्राछघ्ननयाग्न बश्श्वप्नङ्ग ब्रश्न रश्न । -