পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(፫ ዓ © মুর্শিদাবাদের ইতিহাস । চেষ্টা করিতে পারে নাই, এক্ষণে সময় বুঝিয় তাহারা আপনাদিগের বলবতী ইচ্ছাপূরণে বিশেষ যত্নবান হইল। যে কেহ সরফরাজের শত্রু ছিল, সুজার কথা মনে হইলে তাহারাও র্তাহার অনিষ্ট চিন্ত হইতে নিবৃত্ত হইত। স্বজা উদ্দীনের কৰ্ম্মচারিগণের মধ্যে এমন কেহ ছিল না যে, কিছু না কিছু সাহায্য নবাবের নিকট হইতে প্রাপ্ত হয় নাই। সুতরাং সরফরাজের ব্যবহারে অবমানিত ও লাঞ্ছিত হইলেও তাহার অনিষ্টসাধনে কেহই অগ্রসর হইতে পারিত না । এক্ষণে সুজার মৃত্যুর পরে সরফরাজের কাপুরুষতায় সকলেই তাহার বিরুদ্ধাচরণে প্রবৃত্ত হইল। পিতার আদেশমতে তিনি প্রথমতঃ হাজী আহম্মদ, আলমৰ্চাদ ও জগৎ শেঠের পরামর্শক্রমে কাৰ্য্য করিতেন, কিন্তু ভাগ্যলক্ষ্মী অপ্রসন্ন হওয়ায়, তিনি তাহাদিগকে অবমানিত করিয়া আপনার ঘোর শক্ৰ করিয়া তুলেন, অবশেষে আপনার প্রাণ পর্যন্ত বিসর্জনদিয়া তাহাদের ক্রোধাগ্নি হইতে নিস্কৃতি পাইয়াছিলেন। সরফরাজ চারি দিকে বিপদবেষ্টিত দেখিয়া আপনার স্ববেদারী দৃঢ় করিবার জন্য অনেক অর্থ ও উপঢৌকনের সহিত দিল্লীতে দূত প্রেরণ করেন। এই রূপে কোন প্রকারে আপনাকে বাঙ্গল, বিহার ও উড়িষ্যার সুৰেদারী পদে প্রতিষ্ঠিত জানিয়া, চতুর্দিকে বিপদসত্ত্বেও সরফরাজ স্বীয় মাতামহ মুর্শিদকুলী খার ধৰ্ম্মপালনে নিযুক্ত হইলেন। তিনি স্বীয় ধৰ্ম্মানু্যায়ী উপাসনায় ব্যাপৃত থাকিতেন, রোজার সময় উপবাসী থাকিয়া ধৰ্ম্মচিন্তা করিতেন, এবং অনেক অর্থ ব্যয় করিয়া বহুসংখ্যক কোরাণ-পাঠক নিযুক্ত করিয়াছিলেন। এতদ্ব্যতীত আরও অনেক প্রকার ধৰ্ম্মসংক্রান্ত লোক তাহার ব্যয়ে নিযুক্ত হইয়াছিল। এই প্রকারে বাহিক ধৰ্ম্মপালনে তাহার সময় অতিবাহিত