পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় । @ፃ » হইত। তিনি রাজকাৰ্য্যে বিশেষ রূপ মনোযোগ প্রদান করিতেন না । রাজার উপযুক্ত গুণ র্তাহাতে কিছুমাত্র ছিল না। সুবিচার,প্ৰজাপালন, রাজনৈতিক স্বক্ষ দর্শন প্রভৃতি যে সমুদয় গুণ না থাকিলে রাজা প্রকৃত রাজা বলিয়া কথিত হইতে পারেন না, সে সমস্ত কিছুই র্তাহাতে দৃষ্ট হইত না। যদিও মুর্শিদকুলী খাঁর স্তায় তিনি অনেক বাহ্যিক ধৰ্ম্মের অনুষ্ঠান করিতেন, তথাপি তিনি বিলাসের ক্রীতদাসস্বরূপ ছিলেন। রাজকাৰ্য্য অবহেলা করিয়া কেবল আমোদ-প্রমোদেই র্তাহার সময় নষ্ট হইত। র্তাহার অন্তঃপুর প্রায় সাৰ্দ্ধ সহস্র রমণীতে পরিপূর্ণ ছিল। নবাব সেই সমস্ত রমণীর সহিত অহৰ্নিশি নানাপ্রকার কৌতুকে ব্যাপৃত থাকিয়া হৃদয়ে অসীম আনন্দ অনুভব করিতেন। রমণীগণের তৃপ্তিসাধনকে প্রজাপলিন, তাহাদিগের প্রার্থনাশ্রবণ অর্থপ্রত্যর্থীর আবেদন ও তাহদের আদেশকে মন্ত্রিসভার উপদেশ বিবেচনা করিতেন। ফলতঃ অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণ হওয়ায়, তিনি দিন দিন অকৰ্ম্মণ্য হইয়া উঠিলেন। একে চতুর্দিকে শত্রুপরিবেষ্টিত, তাহার উপর বিলাসপরায়ণ হইয় প্রতিনিয়ত রাজকাৰ্য্যে অবহেলা করায়, তিনি ক্রমে ক্রমে আপনার সর্বনাশে প্রবৃত্ত হইলেন। র্তাহার প্রতি প্রকৃতিবর্গের শ্রদ্ধা একেবারেই দূরে পলায়ন করিল। বিশেষতঃ তিনি সৰ্ব্বদা অত্যন্ত ধূমধামের সহিত থাকিতেন বলিয়া সাধারণ লোকে তাহার প্রতি তাদৃশ সহানুভূতি প্রদর্শন করিত না। দুই সহস্ৰ অশ্বরোহীর দ্বারা সৰ্ব্বদা পরিবৃত হইয়া সরফরাজ আপনাকে অত্যন্ত গৌরবান্বিত মনে করিতেন। এই প্রকারে তিনি লোকের অপ্রিয় হইয়া অচির কাল মধ্যেই স্বীয় দোষের ফলভোগ করিতে বাধ্য হন। সময় মন্দ হইলে লোকে বুদ্ধিবিবেচনাহীন হইয় উঠে, তাহার মাত্মীয়-স্বজন দুরে পলায়ন করে, প্রকৃত মিত্রও শক্রতে পরিণত হয়।