পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ १२. মুর্শিদাবাদের ইতিহাস । সরফরাজ খাঁর তাঁহাই ঘটিয়া উঠিল। তিনি কতক আপনার দোষে, কতক বা নিজের অবহেলায় এবং কতক বিপক্ষগণের প্রবঞ্চনীয় অপরিহার্য বিপদে জড়িত হইয়া পড়িলেন। যাহারা তাহার পিতার প্রধান সহায় ছিলেন, তাহারাই তাহার ঘোর শক্র হইয়া উঠিলেন। অবশেষে হাজী আহম্মদ ও আলিবর্দী খার ষড়যন্ত্রে তিনি রাজ্যচ্যুত ও নিহত হইয়া আপনার দোষের প্রায়শ্চিত্ত করিতে বাধ্য হন। সরফরাজ খাঁ সিংহাসনে অধিরূঢ় হওয়ার অত্যন্স কাল পরে এবং নাদির সাহের নিকট র্তাহার বাঙ্গল, বিহার, উড়িষ্যার স্ববেদারীঅর্থপ্রেরণ। পদে দৃঢ় হওয়ার পূৰ্ব্বে উজীর কামার উদ্দীন খ নাদির সাহের আগমন ঘোষণা করিয়া, নবাব সুজা উদ্দীনের নিকট তিন বৎসরের রাজস্ব চাহিয়া পাঠান। তখন নাদির সাহ দিল্লীতে আগমন করিলে, তাহাকে সস্তুষ্ট রাখার জন্ত অনেক অর্থের আবশ্বক হইয়াছিল। সেই অর্থসংগ্রহহেতু কতকগুলি লোক নিযুক্ত হন। বাঙ্গলার নবাবের উকীল বা প্রতিনিধি তাহার অন্ততম। সুজাউদ্দীনের নিকট হইতে অর্থ গ্রহণ করার জন্ত মোরাদ খা সরবলন্দ খার ৫০ জন অশ্বারোহীসহ প্রেরিত হন। তাহাদের পথব্যয়ের জন্ত মোরাদ খাকে সহস্র মুদ্র ও অশ্বারোহীদিগকে ৩,২২০ মুদ্রা দিল্লীর রাজকোষ হইতে প্রদত্ত হয়। র্তাহারা যথাসময়ে মুর্শিদাবাদে উপস্থিত হইয়া অবগত হন যে, মুজা উদ্দীনের মৃত্যু হইয়াছে। সরফরাজ খাঁ হাজী আহম্মদ, আলমৰ্চাদ ও জগৎশেঠের পরামর্শক্রমে সমস্ত রাজস্ব প্রদান করিতে বাধ্য হইলেন। তাহার পর তিনি নাদির সাহের নামে মুদ্রাক্ষণের ও ভজনালয়ে তাহার নামে মঙ্গলাচরণের অনুমতি প্রদান করেন। নাদির সাহের উদ্দেশে এই রূপ আগ্রহ প্রকাশ করার, ভাহার শক্রবর্গ সম্রাট মহম্মদ সাহের নিকট উক্ত বিষয়ের উল্লেখ