পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Głbyo মুর্শিদাবাদের ইতিহাস । হাজীর শত্রুপক্ষীয়দিগের অনেক কথা প্রকাশ করিয়া দিতেন। হাজী আহম্মদের পুত্রদ্বয় জৈনুদ্দীন আহম্মদ খাঁ পাটনা হইতে ও সৈয়দ আহম্মদ খাঁ রঙ্গপুর হইতে উপস্থিত হইলে, মানকর খ নামক এক ব্যক্তি তাহাদিগকে বন্দী করার জন্ত নবাবকে উপদেশ প্রদান করে, কিন্তু নবাব তাহা হাজী আহম্মদের নিকট প্রকাশ করিয়া দেন। আবার কিছু দিন পরে নবাব হাজী আন্মহদের উপর অত্যন্ত বিরক্ত হইয়া উঠেন, এই রূপ কখনও তাহাকে অপমান ও কখনও সাত্বনা করিতে করিতে অবশেষে তাহাদের মধ্যে বিষম মনোমালিন্ত উপস্থিত হইল। একটা ঘটনা হইতে বিবাদ ঘনীভূত হইতে আরম্ভ হয়। হাজী আহম্মদের জামাতা আতা উল্লার কন্যার সহিত মির্জ মহম্মদের (সিরাজউদৌলার ) বিবাহ স্থিরীকৃত হয়। বিবাহের পূর্বের করণীয় অনেকগুলি বিষয় সম্পন্নও হইয়াছিল। নবাব সরফরাজ খাঁ কন্যাটকে অত্যন্ত স্বন্দরী জানিয়া উক্ত বিবাহ রহিত করেন এবং আপনার পুত্রের সহিত তাহাকে বিবাহসূত্রে আবদ্ধ করতে চেষ্টা করেন । ইহার জন্ত তিনি কাহারও পরামর্শের অপেক্ষ করেন নাই। আপনিই বলপূৰ্ব্বক উক্ত বিবাহ সম্পন্ন করিতে উদ্যোগী হন। স্বীয় বংশের এই রূপ অপমান হওয়ায়, হাজী আহম্মদ নবাবের উপর ক্রুদ্ধ হইয় অপমানের প্রতিশোধপ্রদানে যত্নবান হইলেন। এদিকে নবাবও র্তাহাদের বংশের উপর বিশেষ বিদ্বেষ প্রকাশ করিতে লাগিলেন। তিনি আজিমাবাদস্থ সমুদয় প্রকাগু অর্থের পরিদর্শন ও আলিবর্দীকে সুজা উদ্দীনের প্রদত্ত যাবতীয় সৈন্ত মুর্শিদাবাদে প্রেরণ করার জন্য আদেশ প্রদান করেন । সেই সমস্ত সৈন্তের আসিতে বিলম্ব করায়, তাহাদিগের যাবতীয় প্রাপ্য হইতে বঞ্চিত হয়।