পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Œbሥፍ) মুর্শিদাবাদের ইতিহাস । ও একমাত্র বিশ্বাসী, কেবল তোমাদেরই সাহায্যে আমি জয়লাভের আশা করিয়া থাকি। আমি তোমাদিগকে অনুরোধ করিতেছি যে, যদি তোমরা আমার ভাগ্যের অনুসরণ করিতে ইচ্ছা কর,তাহ হইলে শপথপূর্বক প্রতিজ্ঞাবদ্ধ হও যে, আমি যদি গভীর জলমধ্যে অথবা ভীষণ অগ্নিকুণ্ডে প্রবিষ্ট হই, তাহা হইলে তোমরা কদাচ আমায় পরিত্যাগ করিবে না। আফ্রাসিয়ার কিম্বা রস্তম যে কেহই আমার শক্ৰ হউক না কেন, * তাহদের সন্মুখীন হইতে পরায়ুখ হইবে না। আমার বন্ধুদিগকে তোমাদের বন্ধু বলিয়া এবং আমার শত্রুদিগকে শক্ৰ বলিয়া বিবেচনা করিতে হইবে। আমার ভাগ্যে যাহাই হউক না কেন, তোমরা আপনাপন জীবন ও ভাগ্য উৎসর্গ করিয়া আমার নিকট অবস্থিতি করিতে ইতস্ততঃ করিবেন।” + আলিবর্দী থার এই প্রকার বাক্য শ্রবণ করিয়া তাহার পুরাতন কৰ্ম্মচারিগণ র্যাহার তাহার নিকট হইতে বিশেষ রূপ অনুগ্রহ প্রাপ্ত হইয়াছিলেন, তাহারা সকলেই তৎক্ষণাৎ শপথপূর্বক প্রতিজ্ঞাবদ্ধ হইলেন। তৎপরে নূতন কৰ্ম্মচারীরাও র্তাহাদিগকে অমুসরণ করিতে বাধ্য হইলেন। এইরূপে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ ও একবাক্যে র্তাহার কাৰ্য্যে অগ্রসর হইতে ইচ্ছুক দেখিয়া, আলিবন্দী খাঁ। আপন বংশের উপর সরফরাজ খার যাবতীয় অত্যাচারের বিষয় বিবৃত করিয়া তাহার প্রতিশোধের জন্য যাত্রা করিতেছেন, ইহা স্পষ্ট করিয়া সকলকে জ্ঞাপন করিলেন। পরদিন প্রত্যুষে তিনি আপন পুরাতন ও বিশ্বস্ত সৈন্ত S DDBBB BBB DD DDD DDSD DDDD DDDBBBB BBB *ांबृशstननंइ नांदणरुsiन &थtपप्लग्न बtझां । + Mutakherin vol 1. P. 357.