পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় । (సె\రి যোগদান করিলেন। তিনি নিজের প্রতিজ্ঞারক্ষার জন্ত আলিবৰ্দ্দাকে কয়েক শত হস্ত পশ্চাদগামী হইতে অনুরোধ করিয়াছিলেন। আলিবর্দী হস্তীপৃষ্ঠে আরোহণ করিয়া জ্যেষ্টের আজ্ঞা প্রতিপালন করেন। পরে তথা হইতে রীতিমত যুদ্ধযাত্র আরম্ভ করা হইল। রাজমহল হইতে ফরাক্কায়, পরে স্বতীর নিকট উপস্থিত হইয় মর্তেজা হিন্দের সমাধিস্থল হইতে বালিঘাট পৰ্য্যন্ত শিবির সন্নিবেশ স্বাহ বাকী ছিল, তাতীত আরও চারি মাসের অগ্রিম বেতন ও ৩ লক্ষ মুদ্র পারিতোষিকের বন্দোবস্ত করিয়া বাঙ্গলার সীমায় পদার্পণ করিবে, এই অঙ্গীকারে আলিবর্দীকে আবদ্ধ করে। শকরৗগলিতে উপস্থিত হইয় তাহার। আলিবর্দীর নিকট তাহার দাবী করিলে, আলিবর্দী মহাবিপদে পড়িলেন। তিনি স্বীয় দেওয়ান চিন্তামণির সহিত পরামর্শ করিয়। জানিলেন যে, তাহদের সহিত ৪৫ হাজার টাকার অধিক নাই, চিন্তামণি জগৎশেঠের নিকট টাকার জন্ত লিখিতে বলিলেন। আলিবর্দী তাহাতে আপত্তি করিয়া বলেন যে, তাহাতে বিলম্বের সস্তাবনা এবং বিলম্ব হইলে সমস্তই পও হইবে। এই সময়ে সহস৷ এক উপায় স্থির হইল। আমীরচাঁদ বা অমিচাদ এবং দীপচাদ নামে দুই ব্যবসায়ী পাটনায় থাকিতেন,তাহদের সহিত আলিবন্দীর বিশেষ রূপ পরিচয় ছিল, অমির্চাদ এই সময়ে তাহার শিবিরে অবস্থান করিতেছিলেন। তিনি বলিলেন যে, আমার নিকট ২০ হাজার টাকা আছে, এবং দেওয়ানকে তাহার ৪৫ হাজার টাক দিতে বলিয়া সমস্ত কৰ্ম্মচারীদিগকে তাহণদের আপনাপন হিসাব লইয়। অমিচাদের নিকট হইতে টাকা লইতে আলিবন্দীকে আদেশ দিতে বলেন । অলিবন্দী দেওয়ানকে তাহাই করিতে আদেশ দেন । আমির্চাদ তাহাদের হিসাব অনুসারে প্রথমে কয়েক জনকে তাহাদের প্রাপ্য মিটাইয়। দিয়া, অস্তান্ত সকলের সহিত হিসাব লইয়। গোল করিতে লাগিলেন। সমস্ত হিসাবের অষ্টম ভাগের গোল মিটিতে ন মিটিতে আলিবর্দী সৈন্মদিগকে অগ্রগর হইবার জন্ত নহবতে আঘাত করিতে অনুমতি দেন। নহবত বাজিলে বtহার প্রাপ্য টাকা পাইয়াছিল তাহার। তৎক্ষণাৎ অগ্রসর হয়, অস্তান্ত সকলে পর দিন পাইবে এই ভরসায় অগ্রপর হইয়াছিল । Holwell's Historical Events P. 94).